প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম
গত বছর জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন সাথিরা জাকির জেসি। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন তিনি। জেসি এবার সুযোগ পেলেন আরও বড় মঞ্চে। নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন ৩৪ বছর বয়সি এই আম্পায়ার।
সোমবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন এই টুর্নামেন্ট পরিচালনায় ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে রয়েছেন সাথিরা জেসি। এখন পর্যন্ত মেয়েদের ক্রিকেটে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সাবেক এই টাইগ্রেস ক্রিকেটারের।
জেসি একবার বলেছিলেন, বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্নের কথা। বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে হলেও, সেই স্বপ্ন সত্যি হলো জেসির। অবশ্য গত বছর অক্টোবরে ঘরের মাঠেই বিশ্বকাপে আম্পায়ারিংয়ের স্বপ্নটা পূরণ হয়ে যেত তার। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে আইসিসি বিশ্বকাপ সরিয়ে নেয়। তাতে জেসির স্বপ্ন অধরা থেকে যায়। এবার সেই অধরা স্বপ্ন পূরণ হবার পথে।
আগামী ১৮ই জানুয়ারি মালয়েশিয়ায় পর্দা উঠতে উঠবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী দিনে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ নেপালের বিপক্ষে। ২০ ও ২২ জানুয়ারি বাঘিনীদের বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে।