প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮ পিএম
লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। tটুর্নামেন্টের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। সেই তালিকায় আছে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার।
প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসানের সঙ্গে রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন দুজনই। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
তবে গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা। তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।