বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:২২ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট পর্বের শেষ দিন আজ সোমবার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস। যেখানে টস জিতে চট্রগ্রামকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক আরিফুল হক৷
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি, রনি তালুকদার, অ্যারন জোন্স, নাহিদুল ইসলাম, নিহাদউজ্জামান ও রুয়েল মিয়া।
চিটাগং কিংসের একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলি, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।