বিপিএলে লিটন-তানজিদের ব্যাটিং তাণ্ডব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ০০:২১ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১০:৩৭ এএম
তানজিদ হাসান তামিম ও লিটন দাস
ধ্বংসাত্মক ব্যাটিংয়ে মাতলেন লিটন কুমার দাস আর তানজিম হাসান তামিম। দুজনের ব্যাটিং ঝলকে বইয়ে গেল রেকর্ডের বন্যা। ছুটল রানের ফোয়ারা। তাতে সবাই ধরেই নিয়েছিল অবশেষে জয় পাচ্ছে ঢাকা ক্যাপিটালস।
রান পাহাড়ে পিষ্ট হয়ে রাজশাহী করতে পারেনি চমক জাগানিয়া কিছু। টানা ছয় ম্যাচ হারের পর বিপিএলে বহু আরাধ্য জয়ের স্বাদ পেয়েছে ঢাকা ঠিকই। সেই জয়টিও এলো দাপটের সঙ্গে। দুর্বার রাজশাহীকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে তারা জিতল ১৪৯ রানে। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড এটি। রেকর্ড যে আরও কত হলো, সেই হিসাব করাও দুষ্কর!
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েই লিটন দাস দেখালেন নিজের ব্যাটিংয়ের অগ্নিমূর্তি। টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত রইলেন গোটা ২০ ওভার। উপহার দিলেন ১০ চার ও ৯ ছক্কায় ৫৫ বলে ১২৫ রানের চমৎকার এক ইনিংস। তিন বলের জন্য ২০ ওভার টিকতে পারলেন না তানজিদ হাসান। ফেরার আগে এনে দেন ৬৪ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস।
দুর্বার রাজশাহীর দুর্বল বোলিং গুঁড়িয়ে ঢাকা সংগ্রহ করে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫৪ রান। এটি বিপিএলের রেকর্ড পুঁজি। লিটন ও তানজিদ মিলে গড়েন ২৪১ রানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রেকর্ড জুটি। উদ্বোধনী জুটিতে তো অবশ্যই, যে কোনো জুটিতেই এটি বিপিএলের রেকর্ড পার্টনারশিপ।
ম্যাচের ভাগ্য চূড়ান্ত হয়ে যায় প্রথম ইনিংসেই। রান উৎসবে রাজশাহী কতটুকু কি করতে পারে সেটাই ছিল দেখার। কিন্তু শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে তারা এগিয়ে যায় বড় হারের দ্বারপ্রান্তে। প্রথম ছয় ব্যাটারের কেউ ২০ অঙ্কও ছুঁতে পারেননি।
সাত নম্বরে নেমে রায়ান বার্ল ৯ চারে ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেললে রাজশাহীর রান একশ পেরিয়ে যায়। বড় জয়ের আগের রেকর্ড চূর্ণবিচূর্ণ করে নতুন কীর্তিতে নিজেদের নাম লেখে ঢাকা।