× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জায়ান্টের গোল উৎসবের রাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ০০:১৬ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ০০:১৭ এএম

ম্যানসিটি হ্যাটট্রিকম্যান ম্যাকাটিকে নিয়ে সতীর্থদের খুনসুটি

ম্যানসিটি হ্যাটট্রিকম্যান ম্যাকাটিকে নিয়ে সতীর্থদের খুনসুটি

ইতিহাদে সিটির জার্সি গায়ে গোল করেছেন পাঁচজন। জেমস ম্যাকাটি হ্যাটট্রিক করেন ৬২, ৭২ ও ৮১ মিনিটে। এ উইঙ্গারের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এটি। তার সঙ্গে জেরেমি ডকু দুটি (৮ ও ৬৯ মিনিট) এবং ডিবিন মুবামা (২০), নিকো ও’রেইলি (৪৩) ও জ্যাক গ্রিলিশ (৪৯) একটি করে গোল করেন। গ্রিলিশ ও ডকুর দ্বিতীয় গোলটি এসেছে পেনাল্টি থেকে।

ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলা সালফোর্ড সিটি শনিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৮-০ গোলে গুঁড়িয়ে গেছে। অন্যদিকে ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। চেলসি ৫-০ গোলে হারিয়েছে মোরেকাম্বেকে, অ্যাকরিংটনের বিপক্ষে লিভারপুলের জয় ৪-০ ব্যবধানে।

সালফোর্ড অনায়াসেই ভিন্নরূপী ম্যানচেস্টার ইউনাইটেড বলাই যায়। ইউনাইটেডের সাবেক খেলোয়াড়েরা এই দলটির মালিক, একজন তো ফুটবল ডিরেক্টরও। গ্যালারিতে বসে খেলাটি দেখেছেন সালফোর্ড সিটির সহ-মালিক ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় পল স্কোলস ও নিকি বাট।

আরেক মালিক রায়ান গিগস টেকনিক্যাল এরিয়ায় ছিলেন ফুটবল ডিরেক্টর হিসেবে। তাদের বাদেও সালফোর্ডের মালিকানা রয়েছে ইউনাইটেডের সাবেক ফুটবলার গ্যারি নেভিল, ফিল নেভিল ও ডেভিড বেকহামের।

সালফোর্ড সিটির কাছে এমন সময়ে ৮ গোল হজম করেছে, যার আগের ৬ ম্যাচে দলটি কোনো গোল চায়নি। হতাশ সালফোর্ড কোচ তাই ম্যাচশেষে বলেন, কেউ যদি বলত ‘৭ ম্যাচে ৮ গোল হজম কর’, সেটার পক্ষে ছিলাম। কিন্তু এক ম্যাচে ৮ গোল হজম মানতে পারছি না।

আগের ৬ ম্যাচে গোল হজম না করা নিয়ে রবিনসন বলেন, “আমি তো খেলোয়াড়দের বলেছি, কেউ যদি আমাকে বলত যে ‘সাত ম্যাচে আট গোল হজম কর’, আমি সেটার পক্ষে থাকতাম। কিন্তু এক ম্যাচেই ৮ গোল হজম করে ফেলাটা মানতে পারছি না।”

ম্যাচের পর সালফোর্ড কোচ কার্ল রবিনসন পেপ গার্দিওলার দলের প্রশংসা করে বলেন, ‘ম্যানচেস্টার সিটি পেপ কখনও কাউকে অসম্মান করে না। আজ তারা দেখিয়েছে, কেন তারা সিটি, কেন তারা এ পর্যায়ে।’

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান কাইল ওয়াকার। ইংলিশ ক্লাবটিকে এরই মধ্যে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কোচ পেপ গার্দিওলা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলা অভিজ্ঞতা নিতে চান এই অভিজ্ঞ ডিফেন্ডার। এফএ কাপে শনিবার সালফোর্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে ওঠে সিটি। ওয়াকারের কোনো চোট সমস্যা না থাকলেও, তাকে ম্যাচটির স্কোয়াডেই রাখেননি গার্দিওলা।

ম্যাচশেষে সাংবাদিকদের সঙ্গে গার্দিওলার আলাপকালে ওঠে ওয়াকার প্রসঙ্গ। ৩৪ বছর বয়সি ইংলিশ ফুটবলারকে দলে না রাখার কারণ জানতে চাওয়া হয় তার কাছে। তখন তিনি খোলাসা করেন বিষয়টি।

গার্দিওলা বলেন, ‘দুই দিন আগে, কাইল বিদেশের লিগে খেলতে এবং সেখানে তার ক্যারিয়ারের ইতি টানতে চাওয়ার কথা বলেছিল। আর এ কারণেই আমি অন্যদের খেলানোকে প্রাধান্য দিয়েছি। দুই বছর আগে ট্রেবল জয়ের পর সে প্রস্তাব পেয়েছিল, বায়ার্ন মিউনিখ তাকে নিতে চেয়েছিল; কিন্তু প্রস্তাবটা যথেষ্ট ভালো ছিল না।’

এদিকে জার্মান বুন্দেসলিগায় গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান হয়েছে। স্বপ্নের লিগ ট্রফি জেতে বায়ার লেভারকুজেন। কিন্তু এই মৌসুমের শুরুর দিকেই পিছিয়ে পড়েছে জাবি আলোনসোর দল। একটু দেরিতে হলেও শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে সিগনাল ইদুনা পার্কে গিয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেন। চ্যাম্পিয়নদের জয়ে খুব স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় বায়ার্ন মিউনিখ। কারণ, পয়েন্ট তালিকায় তাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছিল লেভারকুজেন। শনিবার রাতে ব্যবধান বাড়িয়ে একটু স্বস্তিতে থাকার ব্যবস্থা করল বাভারিয়ান জায়ান্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা