বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৫১ পিএম
গতি দিয়েই ক্রিকেট বিশ্বের আলোচনায় নাহিদ রানা৷ এবারের বিপিএলেও নিজেকে মেলে ধরেছেন তরুণ এই স্পিডস্টার। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে আসরে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। রংপুর রাইডার্সের ছয় ম্যাচের ছয়টিতেই জেতার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পেসার। কিন্তু তাকে টানা ছয় ম্যাচ খেলানো নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ১১ দিনের ব্যবধানেই এতগুলো ম্যাচ খেলেছেন তিনি। প্রশ্ন আসছে তাকে বিশ্রাম দেওয়া নিয়েও।
শনিবার (১১ জানুয়ারি) সিলেটে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। নাহিদ ক্লান্ত কি না, তার ওপরই বিশ্রাম নির্ভর করছে বলে জানান তিনি। প্রোটিয়া এই কোচ বলেন, ‘আমরা দেখবো তার কী অবস্থা। খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ও খেলানোর মধ্যে একটা ভারসাম্যের জায়গা আছে। বেশি বল করানো বা কম বল করানোর মধ্যেও। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখবো এটা এসব কীভাবে যায়। আমরা যদি তাকে বিশ্রাম দেওয়ার সুযোগ পাই, তাহলে দেবো।’
আর্থার আরও বলেন, ‘এখন বসে এই পরিকল্পনা করা কঠিন যে এখানে বা ওখানে বিশ্রাম দেবো। আমাদের খুব ভালো ফর্মুলা আছে যেটাতে খেলতে পছন্দ করি, আমাদের দুজন পেসার আছে যারা মিডলে বল করে; স্পিনাররাও ভালোভাবে কাজটা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা এটা ধরে রাখবো ও মেইনটেইন করবো। আমরা তাকে বিশ্রাম দেবো কি না, সে ক্লান্ত হচ্ছে কি না তার ওপর নির্ভর করছে; আমরা দেখবো সামনে এটা কেমন হয়।’
এবারের বিপিএলে শুরুটা দুর্দান্ত করেছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচের সবগুলোতে জিতে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে তারা। মাঝপথেই প্লে অফের দিকে অনেকটুকু এগিয়ে গেছে তারা। দলের সাফল্যের পেছনের রহস্য কি এমন প্রশ্নে আর্থার বলেন, ‘আমার মনে হয় খেলোয়াড়রা তাদের যে ভূমিকা দেওয়া হচ্ছে, তারা যেভাবে চাইছি সেভাবেই পূরণ করছে। মাঠে নিজেদের খুব দুর্দান্তভাবে মেলে ধরছে। আমি খুব খুশি। এটা খুবই প্রতিভাবান খেলোয়াড়দের দল।’