× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলের উন্মাদনা বাড়াতে আসছেন মরিসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২১:৫৮ পিএম

বিপিএলের উন্মাদনা বাড়াতে আসছেন মরিসন

নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন। অত্যন্ত চমৎকার ব্যক্তিত্ব এই মরিসন বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে সারা বিশ্বে সুপরিচিত। বিপিএলের শুরুর দিকের আসরগুলোতে দেখা গেলেও গত কয়েক আসরে কমেন্ট্রি প্যানেলে ছিলেন না। কিউই এই ধারাভাষ্যকার এবারের বিপিএলে আসবেন বলে শোনা যাচ্ছিল। যদিও ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব শেষ হওয়ার পথে, তবে এখনও দেখা নেই মরিসনের।

এবারের আসরে দর্শকদের আশানুরূপ আগ্রহ দেখা যাচ্ছে। তা ছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে। বিপিএলের উন্মাদনা আরও বাড়াতে এবার আসছেন মরিসন। বিসিবি সূত্রে জানা গেছে, মরিসনকে দ্রুতই দেখা যাবে বিপিএলের মঞ্চে। সব ঠিক থাকলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবারের ম্যাচ থেকেই কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে।

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী খান ছাড়াও আছেন শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। বিদেশিদের তালিকায় টিনো মায়োয়ো, আমির সোহেল ও এইচডি আকারম্যানের সঙ্গে আছেন স্যার কার্টলি আমব্রোস।

তবে সবচেয়ে বড় চমক হিসেবে আসছেন মরিসন। ৪৮টি টেস্ট ও ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মরিসন নিউজিল্যান্ডের হয়ে। টেস্টে ১৬০টি ও ওয়ানডেতে ১২৬টি উইকেট লাভ করেন তিনি তার ক্যারিয়ারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা