× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ লিগ কাপ

স্লট-ডাইক বেজায় নাখোশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১০:০৬ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১০:৫২ এএম

 স্লট-ডাইক বেজায় নাখোশ

বীরদর্পে ছুটে চলা লিভারপুলের হঠাৎ ছন্দপতন। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্রিমিয়ার লিগে পয়েন্ট হারানোর পর এবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরেছে তারা। বুধবার সেমিফাইনালের প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হেরে গেছে আনফিল্ডের দলটি। পরাজয়ের ম্যাচের রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন লিভারপুল কোচ আর্নে স্লট ও ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

টটেনহ্যাম স্টেডিয়ামে এদিন ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন লুকাস বার্জভাল। ১৮ বছর বয়সি এ সুইডিশ মিডফিল্ডারের দলের জার্সিতে প্রথম গোল ছিল এটি। আর তিনিই স্লট-ভার্জিলের রাগের মূল কারণ। আগেই একবার হলুদ কার্ড দেখা বার্জভাল লিভারপুল ডিফেন্ডার কস্তাস সিমিকাসকে স্লাইডিং ট্যাকল করে ফেলে দেন। ফাউলটা মারাত্মকই ছিল। তার পরও রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল কার্ড না দিয়ে লিভারপুলকে কাউন্টার অ্যাটাক করার সুযোগ করে দেন।

ম্যাচ শেষে লিভারপুল কোচ দলের হারের কারণ হিসেবে রেফারির ‘ভুল’কেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘আজকের ফলে ওই সিদ্ধান্তের (কার্ড না দেখানো) বড় ভূমিকা আছে। চতুর্থ রেফারি আমাকে বলেছেন, কেন তার কাছে এটাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর মতো ফাউল মনে হয়নি। তিনি সম্ভবত ওই যুক্তি আবার রেফারির কাছ থেকে শুনেছেন। ওই পরিস্থিতিতে যেকোনো কোচই ফ্রিকিকের চেয়ে হলুদ কার্ডই চাইবেন রেফারির কাছে।’

ফন ডাইকের কণ্ঠেও এ নিয়ে হতাশা ঝরেছে। তিনি বলেছেন, ‘অবশ্যই সেটা দ্বিতীয় হলুদ কার্ড হতো। ঘটনাটা প্রায় পরিষ্কার এবং এর ১ মিনিট পরই সে (বেরিভাল) জয়সূচক গোলটি করে। বিষয়টা ঠিক এমনই। আমার মতে, রেফারি একটা ভুল করেছে এবং আমি তাকে সেটা বলেছিও। যদিও তিনি তেমনটা ভাবেন না। ঘটনাটা প্রায় পরিষ্কার এবং সাইডলাইনের সবাই সেটা জানে।’

তবে শুধু ওই কারণেই নিজেদের হারতে হয়েছে, এমনটাও অবশ্য দাবি করছেন না ডাচ ডিফেন্ডার ফন ডাইক, ‘সেখানে একজন লাইনসম্যান ছিল, চতুর্থ অফিসিয়াল ছিল, ভিএআরও… তার পরও সে দ্বিতীয় হলুদ কার্ড পায়নি। আমি বলছি না যে, এ কারণেই আমরা হেরেছি। তবে খেলায় এটা একটা বড় মুহূর্ত ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা