× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবস্ট্রাকটিং দ্য ফিল্ড

সোহানের দোষে কেন মাহেদির শাস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ পিএম

সোহানের দোষে কেন মাহেদির শাস্তি

তখনও ব্যাটিং তাণ্ডব চালাননি নুরুল হাসান সোহান। ম্যাচও অনেকটা হাতছাড়া হওয়ার জোগাড়। ঠিক সেই সময় ফরচুন বরিশালের পেসার জাহানদাদ খানের বলে উড়িয়ে মারলেন মাহেদী হাসান। কিন্তু ঠিকঠাক ব্যাটেবলে হয়নি। ওই সময় বিতর্কিত এক কাণ্ড করে বসেন রংপুর রাইডার্সের অধিনায়ক। যার কারণে ক্যাচ না হয়েও ফিরতে হয় মাহেদিকে।

রংপুরের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলের ঘটনা এটি। মাহেদির ক্যাচ লুফে নিতে যখন বরিশালের পেসার জাহানদাদ এগিয়ে যাচ্ছিলেন তখন বাধা দেন নুরুল। তিনি নন-স্ট্রাইক থেকে রান নেওয়ার জন্য সামনে এগিয়ে আসেন। তার বাধায় জাহানদাদ ক্যাচ গলাতে পারেননি। বিষয়টির সমাধান করতে পরে ফিল্ড আম্পায়ার শরণাপন্ন হন তৃতীয় আম্পায়ারের। 

আম্পায়ার তানভীর আহমেদ নিশ্চিত করেন যে, নুরুল ফিল্ডিংয়ে বাধা দিয়েছেন। কিন্তু সোহানের অপরাধে মাহেদী কেন আউট হলেন? কারণ নিয়মটাই এমন।

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আইনের ৩৭.৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যাটসম্যান ফিল্ডিংয়ে বাধা দেন এবং ডেলিভারিটি নো বল না হয়, তাহলে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকেই আউট ঘোষণা করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা