প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২১:৩২ পিএম
আগের দেখায় তামিম ইকবালের দল খেয়েছে নাকানিচুবানি। উড়তে থাকা রংপুর রাইডার্সকে তাই দেখিয়ে দেওয়ারও বিষয় ছিল। ব্যাটিংয়ে সেই কাজটা দারুণভাবে সামলেছিল ফরচুন বরিশাল। বোলিংয়েও আঁটসাঁট করে বসেছিল। তখনই নুরুল হাসানের ক্যামিও।
বিপিএলে দুই হট ফেভারিটের লড়াই মাঠে যেমন জমে উঠেছিল, তেমনি মাঠের বাইরেও ছড়িয়েছিল উত্তেজনা।
আর এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমান রোমাঞ্চ। ম্যাচ যখন বরিশালের হাতের মুঠোয় তখন তাদের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করা হয়, ‘মনুরা রেডি তো’। সঙ্গে জুড়ে দেওয়া ফটোকার্ডে লেখা ছিল, ‘জাগো বাহে জাগো’, আর তাতে বরিশালের জয়ের উদ্যাপনের ছবি।
ওই ছবি নিয়েই ম্যাচ শেষে রংপুরের মজা। সোহান তাণ্ডবে টানা ৬ ম্যাচে জয় তোলার পর রাইডার্সরা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশটও বসিয়ে দেয় রংপুর। ওই পোস্টই জোগাচ্ছে আলাদা মজা।