× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরবেন ফখর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরবেন ফখর

ফখর জামানকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের জুনে। এরপর থেকে অনেকটা আড়ালেই ছিলেন পাকিস্তানের এ তারকা ওপেনার। এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টটি দিয়ে জাতীয় দলে ফিরতে মুখিয়ে আছেন ফখর। 

আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে হাইব্রিড মডেলের বহুল প্রতিক্ষীত চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ফখর বলছেন, ‘অবশ্যই শতভাগ নিশ্চিত, আমি আবারও পাকিস্তানের হয়ে মাঠে নামতে যাচ্ছি। সত্যি বলতে কি অনেকেই বিষয়টি জানে না, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। শারিরীক অসুস্থতার কারণে সে সময় আমি অতটা ফিট ছিলাম না। যে কারণে দলের অংশ হতে পারিনি। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ। সবাই আমাকে সাদা-বলে পাকিস্তানের পরবর্তী সিরিজে দলে দেখতে পাবে।'

পাকিস্তানের হয়ে শর্টার ফরম্যাটের ক্রিকেটে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ফখর। কিন্তু গত জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। ফখর সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি জাতীয় দলে ফিরতে আশাবাদী, ‘আমার পরিকল্পনা ছিল ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে। অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা সফরে আমি খেলতে পারিনি। সে কারনে আমি চ্যাম্পিয়নস ট্রফির দিকে পুরোপুরি মনোযোগ দিয়েছি। যেকোনো মূল্যে এই টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে ফিট করে তুলেছি।'

'সঠিক সময়ে সুস্থ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমি শুরু করেছিলাম। ঐ আসরটা আমার জন্য স্মরণীয় হয়ে আছে। এখন আমি পরবর্তী টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছি। আমি নির্বাচক, প্রধান কোচ ও যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাকে দলে দেখতে চায় তাদের সকলের সাথে কথা বলেছি।’  যোগ করেন ফখর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা