প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম
ছেলে কতকিছুই করছেন, কিনছেনও। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বলে কথা। সেই ইলন মাস্ক নাকি এবার অ্যানফিল্ডের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনটাই জানিয়েছেন তারই বাবা এরল মাস্ক।
যুক্তরাষ্ট্রের খেলাধুলাভিত্তিক বহুমুখী প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ২০১০ সালে লিভারপুল কিনে নেয়। অতীতে এ প্রতিষ্ঠান লিভারপুলের জন্য বাইরের বিনিয়োগ খুঁজলেও কখনও ক্লাবকে পুরোপুরি বিক্রি করে দেওয়ার কথা ভাবেনি। তবু ইলন মাস্ক জানিয়েছেন, তার ছেলে প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাবটি কিনতে আগ্রহী।
লিভারপুল নিয়ে টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এরল জানিয়েছেন, ‘এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। তাহলে ওরা (ফেনওয়ে) দাম বাড়াবে।’ এরপর জানতে চাওয়া হয়েছিল, তার ছেলে সত্যি লিভারপুল কিনতে চায় কি না? এরলের উত্তর, ‘হ্যাঁ, অবশ্যই। তবে তার মানে এই নয় যে সে এটা কিনছে। হ্যাঁ, সে চায়, অবশ্যই। কে না তা চাইবে, আমিও চাই।’ যদিও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ বিষয়ে ফেনওয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই মুখপাত্র বলেছেন, ‘এই গুঞ্জনের সত্যতা নেই।’