প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ২১:৪২ পিএম
লঙ্কান ক্রিকেটারদের উইকেট উদযাপন
নাটকীয় ম্যাচ বোধহয় একেই বলে। হ্যাটট্রিক করলেন স্পিনার মাহেশ থিকশানা। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তার দল শ্রীলঙ্কাই হলো ব্যর্থ। বৃষ্টির হানায় ম্যাচের পরিধি কমে ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে জয়ের হাসি হাসল নিউজিল্যান্ডই। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র-মার্ক চাপম্যানের ফিফটিতে ১১৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক কিউইরা। আজ বুধবার হ্যামিল্টনে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়ায় ৩০.২ ওভারে লঙ্কানরা মাত্র ১৪২ রানে গুটিয়ে যায়।
কিউইরা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু ৪.৫ ওভারে ৩১ রান তুলেই ওপেনার উইল ইয়াংয়ের (১৬) উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেট জুটিতে ১১২ রানের পার্টনারশিপ গড়েন রাচিন ও চাপম্যান। ৫২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানে সন্তুষ্ট থাকেন চাপম্যান। ৬৩ বলে ৯ চার ও এক ছক্কায় ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন রাচিন। ড্যারিল মিচেল ৩৮, গ্লেন ফিলিপস ২২ ও মিচেল স্যান্টনার ২০ রান করলে ৩৭ ওভারে ২৫৫ রানের বড় পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড।
মাহেশ থিকশানা হ্যাটট্রিক করার আগেই কিউইরা কাজের কাজ করে ফেলে। তারকা এ অফ স্পিনার হ্যাটট্রিক করেন দুই ওভার মিলিয়ে। ৩৫তম ওভারের শেষ দুই বলে স্যান্টনার ও নাথান স্মিথকে ফেরান। পরে ৩৭তম ওভারের প্রথম বলে আউট করেন ম্যাট হেনরিকে। থিকশানা ৪ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।
জবাবে মাত্র ২২ রানেই ৪ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। পরে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে সফরকারীরা ১৪২ রানে সন্তুষ্ট থাকে। কামিন্দু-জানিথ লিয়ানাগে পঞ্চম উইকেট জুটিতে এনে দেন ৫৭ রান। না হলে আরও বড় লজ্জায় পড়তে হতো লঙ্কানদের। লিয়ানাগে ২২ করে ক্রিজ থেকে বিদায় নেন। চামিন্দু বিক্রমসিংহের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কামিন্দু। এই জুটি বিদায় নেওয়ার পর ১৬ রানেই লঙ্কানরা হারিয়ে ফেলে বাকি ৫ উইকেট।