প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম
ঢাকা নামেই যেন অপয়া ভর করেছে। আগের আসরে রাজধানীর ফ্রাঞ্চাইজি পায়নি একটিও জয়। এবারও তারা শুরু থেকেই ধুঁকছে। টানা চার ম্যাচ খেলা শাকিব খানের দল এখনও জয় পায়নি। তবে সিলেট পর্বে দলে যোগ দেওয়া মোসাদ্দেক হোসেন আশাবাদী তাদের দল ঘুরে দাঁড়াবে।
রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হারের পর ঢাকার তারকা জানিয়েছেন, দল হিসেবে সবাই মিলে ভালো করতে না পারার কারণেই হারতে হচ্ছে তাদের। মোসাদ্দেকের আশা, একটি জয় পেলেই মোমেন্টাম পাল্টে যাবে।
ঢাকার অলরাউন্ডার বলেন, ‘প্রথম দিকে হার শুরু হলে একটা ম্যাচ না জেতা পর্যন্ত কামব্যাক করা সম্ভব হয় না। ম্যাচ জেতার জন্য ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে।’
একটি জয় দলের অবস্থা পাল্টে দিতে পারে বিশ্বাস মোসাদ্দেকের, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একটা মোমেন্টামের খেলা। যে দল শুরু থেকে মোমেন্টাম পেয়ে যায় তাদের জন্য সবকিছু সহজ হয়ে যায়, যারা হারে তাদের জন্য কামব্যাক করা কঠিন হয়ে যায়। আমরা যদি একটা ম্যাচ জিততে পারি, তবে আমরা ওভারকাম করতে পারবো।’