× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের অপেক্ষায় বিসিবি, সাকিবের খোঁজে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৯:১৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে চায় বিসিবি— সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে চায় বিসিবি— সংগৃহীত ছবি

বিপিএলের ম্যাচ ছিল না বুধবার। তবে আজ ব্যস্ততা কমেনি। বিসিবি নির্বাচকদের সঙ্গে তামিম ইকবালের বৈঠক ইস্যুতেই চাউর ছিল স্টেডিয়ামপাড়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম থাকবেন কী, থাকবেন না; সেই সিদ্ধান্ত জানতে এসেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। দুই দফায় বৈঠক শেষে আশ্বাস ও আশা ছাড়া কিছু মেলেনি। পরে জাতীয় দলের প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেছেন, টাইগার ওপেনারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। একই সময়ে সাকিব আল হাসানের ফেরা নিয়ে প্রশ্ন উঠলে উত্তর খুঁজে পাননি তিনি।

সপ্তাহখানেকের মাঝে আইসিসির কাছে প্রাথমিক দল পাঠাবে বিসিবি। তার আগে তামিমের সঙ্গে কথা বলে নিতে চেয়েছিল বিসিবি। সে কারণে সকালেই চলে আসেন প্রধান নির্বাচক। আগে থেকেই সিলেটে ছিলেন আরেক নির্বাচক হান্নান সরকার। তবে দুজনের সঙ্গে তামিমের দুই দফার বৈঠক শেষে সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক।

অপেক্ষার কথা বলে গাজী আশরাফ বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’

সাকিব আল হাসান ও তামিম— দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই ধোঁয়াশা কাটেনি। কিছু শর্তজুড়ে তামিম জানিয়েছেন, ফেরার সম্ভাবনা আছে তার। তবে কদিন আগে এক ভিডিওতে তামিম বলেছিলেন, জাতীয় দলের জার্সিতে তার শেষ। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিবকে ফেরানোর জন্য কাজ করবেন। সাকিব চ্যাম্পিয়নস ট্রফির ভাবনায় থাকবেন কি না, তা-ও বোর্ডের কাছ থেকে জানতে হয়েছে। তার অ্যাকশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই তাই নিরূপণ করবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছেন কি না। ১২ তারিখের মধ্যে কোনো সুখবর না এলে সাকিবকে ছাড়াই গঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড।

সাকিবের খোঁজ নিচ্ছেন জানিয়ে বিসিবি নির্বাচক বলেছেন, ‘সাকিবের ব্যাপারে নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিয়েছে উত্তীর্ণ হতে পারেনি। দুর্ভাগ্যবশত এটা খুব বিস্ময়কর। আরেকটু পরিষ্কার হতে হবে, আবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছে কি না। এটা খোঁজ নিয়ে জানব। আমরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি। তিনি এই প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কি না। এখনও পুরোপুরি উত্তর পাইনি। আংশিক পেয়েছি। শোনা যাচ্ছে আবার বোলিং পরীক্ষা দিয়েছে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। দুয়েক দিনের মধ্যে এ ব্যাপারগুলো সম্পর্কে জেনে যাব।’ লিপু স্বীকার করেছেন, তামিমের জন্য অপেক্ষার মতো সাকিবের জন্যও সমান গুরুত্ব নিয়ে খোঁজ নিচ্ছে বোর্ড, ‘সাকিবের ইস্যুটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সময় বড় ফ্যাক্টর নয়।’

তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চেয়েছেন তামিম। তাই তার কাছ থেকে পুরোপুরি উত্তর পায়নি বলে জানান বিসিবি নির্বাচক। তবে তিনি আশা করছেন, আগামী দুয়েক দিনের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে, ‘নির্বাচকরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি, এক-দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।’

লিপুর মতে, তামিমের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। এবার শুধু সিদ্ধান্তের অপেক্ষা। বিসিবি নির্বাচক তাড়াহুড়ো করে রানআউট হতে চান না, ‘তামিমের একটু সময় নেওয়ার ব্যাপার তো এসেই যায়। ১২ তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে দলটা বোর্ডকে দিতে হবে। আমাদের হাতে সময় আছে, তাড়াহুড়োর কিছু নেই। আমরা আমাদের প্রাথমিক আলোচনা সেরে নিয়েছি। দল নিয়ে আমাদের হোমওয়ার্ক করা আছে। চার দিন অনেক সময়। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, সেখানেও কোনো অসুবিধা নেই। কাজেই কিছুক্ষণ ধৈর্যশীল থাকতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু রান আউট হতে হয়!’

সম্প্রতি শহীদ আফ্রিদির সঙ্গে আলাপকালে তামিম বলেছিলেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে সাবেক অধিনায়ককে দলে ফেরানোর তোড়জোড় চলছে। নির্বাচকরাও যে বাঁহাতি ওপেনারকে চ্যাম্পিয়নস ট্রফির দলে চান, লিপু তা আড়াল করেননি, ‘তামিমের মুখ থেকে শোনা জরুরি। আরও দিন দুয়েক অপেক্ষা করতে হবে। তামিমকে দেশের কে না চান? আপনিও চান।’

এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম-সাকিবকে দেখতে হলে অপেক্ষায় শ্রেয়। একটু সহজ করে বললেÑ সাকিবের জন্য নিতে হবে খোঁজ, তামিমের জন্য অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা