× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধে নামলে গুলি খেতে হয়, ইনজুরি নিয়ে নাহিদ রানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১০:১৭ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১০:৫২ এএম

নাহিদ রানা

নাহিদ রানা

নাহিদ রানাকে দেখে মুগ্ধ হয়েছেন কোর্টনি ওয়ালশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয় কিংবদন্তি তরুণ এ টাইগার পেসারকে পরামর্শ দিয়েছিলেন ফিটনেস ধরে রাখতে। কেননা পেসারদের ইনজুরিপ্রবণতা বেশি থাকে। বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠেছে।

জবাবে নাহিদ বলেন, ‘ক্রিকেট খেলতে গেলে চোট এড়িয়ে চলা সম্ভব নয়, প্রথমে যেটা বললেন যে ইনজুরি। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়। ক্রিকেট খেলতে এলে ইনজুরিতে পড়ব। আর যেটা মেইনটেনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।’

এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত হলেও বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে নাহিদ বলেন, ‘আমাদের জাতীয় দলের বায়েজীদ ভাই ফিজিও আছে; উনার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের রংপুর দলে সজীব ভাই আছে, উনার সঙ্গে কথা হয়। তো জাতীয় দলের ফিজিওর সঙ্গে অবশ্যই কথা হয়।’

ফিটনেস ধরে রাখতে বিসিবির নির্দেশনা মেনে চলছেন রংপুরের পেসার নাহিদ। সিলেটের মাঠে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার হাতে বলেন, ‘দেখেন, আমি শেষ ওয়ানডে ম্যাচ খেলেছি ওয়েস্ট ইন্ডিজে। তারপর বিরতি পেয়েছি, খেলিনি। বিসিবির একটা ছিল যে, তোমাকে মেইনটেন করব এবং পরিকল্পনা দিয়েছে যে তুমি এভাবে ফিটনেস মেইনটেন করবা এবং ম্যাচ খেলবা। এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বোলিং ঠিক আছে এবং ফিল করতেছি যে শরীর ঠিক আছে। এমনভাবে কিছু আসে নাই বিসিবি থেকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা