প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৮ পিএম
বিগ ব্যাশের ব্রিসবেন থান্ডার দলটি হয়ে উঠেছিল রীতিমতো মিনি হাসপাতাল। একাদশ সাজাতে বেজায় মুশকিলে পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। উপায়ন্ত না পেয়ে ব্যাট হাতে নেমে পড়েন সহকারী কোচ। ৪১ বর্ষী ড্যান ক্রিশ্চিয়ান অবশ্য দলকে হতাশ করেননি। ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন সাবেক অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচটি
ঘিরে বেশ আলোচনা হচ্ছে। তার কারণ অবশ্য ক্রিশ্চিয়ান। বছরখানেক আগে পেশাদার ক্রিকেট
থেকে অবসর নিয়েছিলেন। দলের প্রয়োজনে আবারও ফিরেছেন। তার ২৩ রানের কার্যকর ইনংসের ম্যাচে
সিডনি থান্ডার শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তোলে।
টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে
পরিচিত ক্রিশ্চিয়ান। ৬টি দেশের লিগে খেলার অভিজ্ঞতা তার। ১৮টি দলের হয়ে খেলেছেন ৪০৯টি
ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে ২০টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ২০২১ সালে
শেষবার তাকে জাতীয় দলে দেখা গেছে। অবসর নেওয়ার পর তিনি কোচিংয়ে পেশায় যুক্ত হন।