বিপিএলে এলাহি কাণ্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ২১:২২ পিএম
বিপিএলের একাদশ আসরের ঢাকা পর্ব শেষে এখন চলছে সিলেট পর্বের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১১১ রানে গুটিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। তবে ম্যাচের চেয়ে বেশি আলোচনা-সমালোচনা চলছে ঢাকার দুই বোলারের একের পর এক ওয়াইড ও ‘অদ্ভুত’ এক নো বল নিয়ে।
ঢাকার বোলিংয়ের প্রথম ওভারের চতুর্থ
বলেই দেখা মেলে অদ্ভুত এক নো বল। দলটির আফগান স্পিনার আমির হামজা বক্সের মাঝামাঝিতে
এক পা রেখে, সামনের পা ফেলেন লাইনের চেয়ে বেশ দূরে। তার অদ্ভুত এই নো বল প্রশ্নের জন্ম
দিয়েছে। একটি করে ওয়াইড ও নো বল দিয়ে ৮ ডেলিভারিতে সেই ওভার শেষ করেন হামজা।
হামজার সেই নো বলের রেশ না কাটতেই ইনিংসের
দশম ওভারে এলেমেলো বোলিংয়ে আলোচনার মোড় নিজের দিকে ঘুরিয়ে নেন আলাউদ্দিন বাবু। ওই ওভারে
এই পেস বোলিং অলরাউন্ডার পরপর তিনটি ওয়াইড দেন। অথচ ওভারের প্রথম চার বল তেমন খারাপ
ছিল না তার। প্রথম চার বলে ৫টি রান দিলেও, তিনি একটি উইকেট শিকার করেন। ষষ্ঠ বলটি করতে
গিয়ে একে একে ওয়াইড করেন তিন ডেলিভারিতে। সম্ভবত ডানহাতি ব্যাটারের পর বাঁহাতি নতুন
ব্যাটার (খুশদিল শাহ) ক্রিজে আসতেই লাইন হারিয়ে ফেলেন আলাউদ্দিন।