প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৯ পিএম
এবারের বিপিএলে হার দিয়ে শুরু সিলেট স্ট্রাইকার্সের। ঘরের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় পুঁজি গড়েও জিততে পারেনি তারা। নিজেদের তৃতীয় ম্যাচের এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। এর আগে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। স্পোর্টিং উইকেট ও সীমানা ছোট থাকায় রান তাড়াকেই গুরুত্ব দিয়েছেন তিনি।
এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। প্রীতম কুমারের বদলে বরিশালের একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পল স্টার্লিংয়ের জায়গায় সিলেটের একাদশে সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাকিম কর্নওয়েল। আর নাহিদুজ্জামানের জায়গা খেলছেন রুয়েল মিয়া।
সিলেট স্ট্রাইকার্সের একাদশ : আরিফুল হক (অধিনায়ক), জর্জ মুনজি, রাকিম কর্নওয়েল, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলি, রনি তালুকদার, অ্যারন জোন্স, আল আমিন হোসেন, রুয়েল মিয়া ও রিস টপলি।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম রিশাদ হোসেন ও জাহানাব খান।