× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে ইতালিয়ান ক্লাসিক

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন এসি মিলান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:০৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৫৬ পিএম

ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন এসি মিলান

মিলান ডার্বিতে রূপ নিয়েছিল ইতালিয়ান সুপার কাপ ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে দুই ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলান মাঠে নামে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শিরোপা ঘরে তুলে নেয় এসি মিলান। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান। সর্বোচ্চ ৯ বার জয়ের রেকর্ড জুভেন্তাসের।

গত তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার ট্রফি উঁচিয়ে ধরল এসি মিলান। ফাইনাল ম্যাচ হয়েছিল ফাইনালের মতোই। দুই দলেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। খেলার ২৩ মিনিটে এগিয়ে যেত পারত ইন্টার। বক্সের বাইরে থেকে ফেদেরিকো দিমার্কোর শট ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মিয়া।

ইতালিয়ান সুপার কাপের শিরোপাটা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল মিলানের ক্লাব ইন্টার। এবারের ফাইনালেও তারা যখন এসি মিলানের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল- পরপর চারবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লাউতারোরা। এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে এসি মিলান।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মেহেদি তারেমির গোলে ব্যবধান বাড়ায় তারা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার মিলান। বিরতির পর ৫২ মিনিটে থিও হার্নান্দেজের পায়ে এক গোল শোধ দেয় এসি মিলান। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ছিল ইন্টারের দখলেই। ৮২ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে সমতায় ফেরে এসি মিলান। এরপর যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের দেয়া পাসে আব্রাহামের গোলে ইন্টারের হৃদয় ভেঙে শিরোপা উৎসবে মাতে এসি মিলান। অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে মিলান ডার্বিতে নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হয় মোরাতারা। নেয় মধুর প্রতিশোধ।

দায়িত্ব গ্রহণের শুরুতে শিরোপা জয়ে এসি মিলান কোচ কনসেইসাও যারপরনাই খুশি, ‘আমি খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত, কারণ কাজটা সহজ ছিল না। আমি যখন এসেছিলাম এখান পরিবেশ সেরা অবস্থায় ছিল না। এই দুই ম্যাচের আগে কাজ করার তেমন কোনো সুযোগও ছিল না। আমরা দুটি শীর্ষ স্তরের দলের বিপক্ষে খেলেছি। এখন আমরা দারুণ আনন্দিত। আজ উদ্‌যাপন করব এবং কাল থেকে আমরা কালিয়ারির (সিরি ‘আতে মিলানের পরের ম্যাচের প্রতিপক্ষ) বিপক্ষে ম্যাচে মনোযোগ দেব।

অন্য দিকে দলের এমন হারের জন্য নিজেদের দোষই বড় করে দেখিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকার বলেছেন, ‘প্রথমার্ধ ছিল ইতিবাচক, আমরা ২-০ গোলে এগিয়ে গিয়েছিলাম। কিন্তু এরপরই যেন ইন্টার খেলা থামিয়ে দিল। পরবর্তীতে আমরা একই গতিময়তা ও ছন্দ ধরে রেখে খেলতে পারিনি। এমন ম্যাচে যার মূল্য আপনাকে চুকাতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা