বিপিএল ২০২৫
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৮ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩৬ পিএম
জায়গা বদলেও ভাগ্য বদল হয়নি লিটন দাসের। তিন হারে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালসও পায়নি লড়াকু পুঁজি। নাহিদ রানার তোপে কুপোকাত হওয়ার আগে শাকিব খানের দল থেমেছে ওভার আগেই। টানা পঞ্চম জয় তুলতে রাইডার্সদের প্রয়োজন ১১২ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন রানবন্যা দেখা গেলেও আজ ভুগেছে ঢাকা। দিনের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে থামে ১১১ রানে। অভিনেতা শাকিব খানের দলে সর্বোচ্চ ২০ রান আনেন তানজিদ হাসান। রাইডার্সদের হয়ে ২১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন নাহিদ রানা।
ঢাকাকে মঙ্গলবার আগে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। চলতি মৌসুমে বাজে সময় কাটানো দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান। ১৮ রান করে জেসন রয়। তবে আর কোনো ব্যাটারই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
রংপুরের হয়ে পেসার নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান আকিফ। টানা পঞ্চম জয় তুলতে ঢাকার বিপক্ষে ওভারপ্রতি সাড়ে পাঁচের মতো রান প্রয়োজন রংপুরের।