প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৩ পিএম
বিপিএলে প্রথম দুই ম্যাচে উইকেটের দেখা পাননি শাহিন শাহ আফ্রিদি। গতকাল সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অবশেষে পান সাফল্য। এদিন দাপুটে জয়ও পায় তার দল ফরচুন বরিশাল। ম্যাচ শেষে নিজের এবং বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলেছেন পাকিস্তানের তারকা পেসার।
বিপিএল খেলতে ঢাকায় পা রাখার পর গতির পেসার নাহিদ রানার প্রশংসা শোনা গিয়েছিল আফ্রিদির কণ্ঠে। এবার পেস বিভাগের বাকিদের নিয়েও জানিয়েছেন নিজের ভাবনার কথা। সেই সঙ্গে জানিয়েছেন, এই মুহূর্তে পেস বিভাগে কতটা শক্তিশালী বাংলাদেশ।
আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও একজন আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেনও ছিল, যে কিনা চোটে ছিল। সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।’
বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসায় নিজের মুগ্ধতার কথা জানান আফ্রিদি, ‘এখনও পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সাথে।’