× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি হরভজন সিংয়ের

বুমরাহকে ‘আখ’ ভেবে বসেছিল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১১:১৫ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম

বুমরাহকে ‘আখ’ ভেবে বসেছিল ভারত

শেষ বছরে উড়ছিলেন যশপ্রীত বুমরাহ। বোলিংয়ে এসেছেন, প্রতিপক্ষকে চাপে ফেলেছেন, তুলেছেন উইকেট। এ বছরেও ফর্ম ধরে রেখেছিলেন। কিন্তু চোট তাকে ছিটকে দিয়েছে। ভারত তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে পাবে কি না, সেই শঙ্কাও উঠেছে। বিষয়টিতে ক্ষুব্ধ হয়েছেন হরভজন সিং। ভারতের সাবেক স্পিনারের মতে, বুমরাহকে আখ ভেবে বসেছিল ভারত। চেপেচুপে সব রস বের করে ফেলেছে।

বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে পিঠের চোটে পড়েন সময়ের সেরা এ পেসার। অস্ট্রেলিয়ায় এ সিরিজের পাঁচ টেস্টের নয় ইনিংসেই বোলিং করেন বুমরাহ। যেখানে তার ওভারসংখ্যা ১৫১.২। ভারতের বোলারদের মধ্যে শুধু মোহাম্মদ সিরাজই তার চেয়ে বেশি ওভার (১৫৭.১) বোলিং করেছেন। তবে সিরাজ বোলিং করেছেন ১০ ইনিংসে। অর্থাৎ সিডনি টেস্টের চতুর্থ ইনিংসে চোটে পড়ার আগে বুমরাহকে সর্বোচ্চ ব্যবহার করেছে ভারত; যা নিয়েই নিজের ক্ষোভ জানিয়েছেন হরভজন।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আখ চিপে যেভাবে সব রস বের করে নেওয়া হয়, সেভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাহকে দাও; মারনাস এসেছে, বলটা বুমরাহকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, বুমরাহকেই দাও বলটা।’

বুমরাহকে ফিট রাখতে টিম ম্যানেজমেন্টকেও আরও পরিণত আচরণ করার কথা বলেছেন হরভজন। বলেন, ‘বুমরাহ কত ওভার বোলিং করবে? অবস্থা এমন করে ফেলা হয়েছিল যে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম (সিডনি) টেস্টটি জিততই, কিন্তু আটটি উইকেটও পড়তে পারত, কাজটা তাদের জন্য কঠিন হতো। তার পিঠটা ভেঙে ফেলা হয়েছে। তাকে দিয়ে কত ওভার বোলিং করানো হবে, সে সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যানেজমেন্টের।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা