× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ১০:৩৯ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম

পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

সেঞ্চুরিয়ান শান মাসুদের পর লড়াই চলল মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার। তাতে ইনিংস পরাজয় এড়ানো গেলেও শেষরক্ষা হলো না পাকিস্তানের। মামুলি ৫৮ রানের লক্ষ্য দিতে পারলেও দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে শান মাসুদদের হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।

কেপটাউনে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিশাল রানের পাহাড়েই চাপা পড়ে পাকিস্তান। তাদের ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে ফলোঅনে পড়ে সফরকারী দল। সেখানে দারুণ লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান থামে ৪৭৮ রানে।

১ উইকেটে ২১৩ রানে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান শুরুতেই হারায় খুররম শেহজাদের উইকেট। দলকে এগিয়ে নিতে থাকা শান মাসুদকে শেষ পর্যন্ত ১৪৫ রানে থামান মাফাকা। তখন স্কোর ছিল ৩২৯। তারপর দারুণ লড়াই উপহার দেন সালমান আলি ও মোহাম্মদ রিজওয়ান। ৮৮ রানের এ জুটিতেই শেষ পর্যন্ত প্রোটিয়াদের স্কোর পার করতে পারে সফরকারী দল। কিন্তু রিজওয়ান ৪১ রানে আউট হলে আবার ধস নামে ইনিংসে। শেষ পর্যন্ত সফরকারী দল থামে ৪৭৮ রানে। তাতে লক্ষ্য দাঁড়ায় ৫৮।

৫৮ রানের মামুলি লক্ষ্য পেয়ে বেশি সময় নেয়নি স্বাগতিক দল। বিশেষ করে ওপেনার ডেভিড বেডিংহ্যাম ঝোড়ো গতিতে ব্যাট করে ৭.১ ওভারেই জয় নিশ্চিত করেছেন। তিনি ৩০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকেছেন। ১৪ রানে অপরাজিত ছিলেন এইডেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা