বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৫৭ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ২২:৫৩ পিএম
দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। পরের ম্যাচেই অবশ্য রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছিল তামিম ইকবালরা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহীকে সামনে পেয়ে আবারও আধিপত্য বিস্তার করল ফরচুনরা। বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে আবারও জয়ে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে রাজশাহী। ওই রান তাড়ায় ৩ উইকেট হারালেও তামিমের অপরাজিত ফিফটিতে ভর করে ১৫ বল আগেই জয় পায় বরিশাল।
রান তাড়ায় নেমে ফরচুন বরিশালের ইনিংস অনেকটা একাই টেনে নেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর বদলে এ ম্যাচে তার উদ্বোধনী সঙ্গী ছিলেন প্রিতম কুমার। কিন্তু ৯ বলে ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হন তিনি। এরপর কাইল মায়ার্সের সঙ্গে ৩৯ রানের জুটিও ভাঙেন মোহর। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান করা মায়ার্সকেও বোল্ড করেন তিনি। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তাওহীদ হৃদয়ও। কিন্তু এরপর তামিমকে বাকি পথ সঙ্গ দেন মুশফিক। চতুর্থ উইকেটে তারা দুজনে মিলে ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বিপিএলে ২৯তম ফিফটি পাওয়া তামিম ৪৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৮৬ রান করেন। আর ২১ বলে ২৪ রান আসে মুশফিকের ব্যাটে।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজশাহী। চতুর্থ ওভারে ১৬ বলে ২২ রান করা মোহাম্মদ হারিস বিদায় নেন। এরপর অধিনায়ক এনামুল হক বিজয়কে নিয়ে ৩৪ বলে ৫৫ রানের জুটি গড়েন জিসান আলম৷ টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচে ডাক মেরে বাদ পড়া এই ব্যাটার প্রত্যাবর্তনের ম্যাচে ২৭ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৮ রান করেন। শুরুতে আগ্রাসী ব্যাটিং করা বিজয় শেষ পর্যন্ত ফেরেন ৩৫ বলে ৫ চারে ৩৯ রান করে। ২৩ বল ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন ইয়াসির আলি। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে দুই উইকেট নেন শাহীন শাহ।