× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেড কাপে কাল মুখোমুখি আবাহনী-মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৫ পিএম

ফেড কাপে কাল মুখোমুখি আবাহনী-মোহামেডান

লিগে উড়তে থাকার পরও ফেডারেশন কাপের শুরুটা রাঙাতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেই বিপাকে পড়ে দলটি। তবে দ্বিতীয় ম্যাচে সাদা-কালোরা উড়িয়ে দেয় গ্রুপে থাকা চট্টগ্রাম আবাহনীকে। এবার মোহামেডানের সামনে ঢাকা আবাহনী। কোয়ালিফিকেশন রাউন্ডে ‍উঠতে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ডার্বির এই ম্যাচটি শুরু হবে  আগামীকাল দুপুর ২টা ৪৫ মিনিটে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।

চলতি মৌসুমে এরই মধ্যে একে অপরের মোকাবিলা করেছে আবাহনী ও মোহামেডান। গত ১৪ ডিসেম্বরের সেই ম্যাচে কষ্টার্জিত জয় পায় আলফাজ আহমেদের দল। এবার তারা মোকাবিলা করবে ফেডারেশন কাপে। তবে যে প্রতিযোগিতাতেই মোকাবিলা হোক, দল দুটির লক্ষ্য একই। জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। যেমনটা মোহামেডান কোচ আলফাজ আহমেদও বলেছেন, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচ মানেই ভিন্ন কিছু। এই ম্যাচে দুই দলই চায় জিততে। আমরাও জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’

ফেডারেশন কাপে ‘বি’ গ্রুপ থেকে দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রহমতগঞ্জ। তাদের বিপক্ষে হেরে দুইয়ে মোহামেডান; দলটির ঝুলিতে আছে তিন পয়েন্ট। তালিকার তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান। তবে গোলে গড়ে এগিয়ে আছে সাদা-কালোরা। এবার অবশ্য মোহামেডানকে হারিয়ে শীর্ষ দুইয়ে উঠতে চায় আবাহনী। সেটি অবশ্য মোটেও সহজ হবে না তাদের জন্য। কেননা আজ পূর্ণ শক্তির মোহামেডানকেই মোকাবিলা করতে হবে আবাহনীকে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরছেন সাদা-কালো জার্সিদের প্রাণভোমরা সোলেমান দিয়াবাতে। তাকে নিয়ে আরও শক্তিশালী মোহামেডান। সেটিই জানিয়েছেন কোচ আলফাজ, ‘আমাদের দলে কোনো ইনজুরির প্রভাব নেই। সবাই ফিট আছে। বিশেষ করে আগামীকাল মাঠে নামতে পারবে দিয়াবাতে। সে দলে ফেরায় শক্তি বাড়বে আমাদের।’

প্রায় ২০ দিনের মধ্যে দুবার মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। এর আগের দেখায় অবশ্য মোহামেডান জিতেছিল ১-০ ব্যবধানে। এবারও জয়েই চোখ তাদের। মৌসুমের ঢাকা ডার্বিতে মোহামেডান জয়ের পাল্লা আরও ভারী করবে নাকি আবাহনী ফিরবে সমতায়, সেটিই আপাতত দেখার অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা