× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহিমের মাঝে ‘লোভ’ দেখছেন সুজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৭ পিএম

খালেদ মাহমুদ সুজন— ছবি: ঢাকা ক্যাপিটালস

খালেদ মাহমুদ সুজন— ছবি: ঢাকা ক্যাপিটালস

বিপিএল নিয়ে সমালোচনা কমলেও ক্রিকেটের বাইরে সমানুপাতিক হারে বাড়ছে নেতিবাচক ঘটনা। কদিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার একান্ত প্রেস সচিবের বচসার কথা সামনে আসে। এবার অভিযোগ আরও গুরুতর। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বোর্ড সভাপতি। পাল্টাপাল্টি বক্তব্য যখন মিমাংসার পথে, তখন ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ফাহিমের ভেতর লোভ দেখছেন।

আজ সিলেটে ঢাকার কোচ সুজন বলেছেন, ‘একটা ঘটনা দেখলাম— ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর (অহংকার) সমস্যা হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই এসেছেন। তারা যখন এসেছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখছি না।’

সাবেক এই বোর্ড পরিচালক মনে করেন পদ বেছে চাওয়ার বিষয়টি লোভীর মতো আচরণ, ‘এখন দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে। আমি অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন? আমার কেন থাকতেই হবে যে না আমি পাব!’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক ফাহিম। তারপরই বিসিবি সভাপতি দিয়েছেন ব্যাখা। ফারুক আহমেদের মতে কাজের চাপের কারণে কথা কাটাকাটি হতে পারে। প্রখ্যাত ক্রিকেট কোচ ফাহিমের সাক্ষাৎকারসহ প্রকাশিত এক খবরে দাবি করা হয়, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার সাথে দুর্ব্যবহার করেছেন। কাজ করা কঠিন হওয়ায় বিসিবি থেকে পদত্যাগের কথাও ভাবছিলেন ফাহিম। তবে বোর্ড সভাপতির ভাষ্য, পদত্যাগ নয়, কাজ করা কঠিন অমন বলেছেন। তবে কথা উঠেছে, ক্রিকেট অপারেশন্স পদ চান পরিচালক ফাহিম। বিষয়টি ভালো লাগেনি সুজনের।

ঢাকার কোচ অনেকটা কটাক্ষ করেই বলেছেন, ‘উনি (নাজমুল আবেদীন ফাহিম) কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশন্সের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলছেন অপারেশন্স ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে, আমি জানি না। যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ আমরা যাদেরকে অনেক সম্মান করি। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলে আমরা ক্রিকেটাররা কি এতো বেশি লোভী?’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা