× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি কাপে পিএসজির হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম

ফরাসি কাপে পিএসজির হ্যাটট্রিক

আক্রমণে একচেটিয়া চাপ ধরে রাখা, মিলল অসংখ্য সুযোগ, কিন্তু নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত গোলটাই পেল না পিএসজি। টাইব্রেকারেই ম্যাচের নিষ্পত্তি হবে যখন ধারা হচ্ছিল, সেই সময়ে ব্যবধান গড়ে দিলেন উসমান দেম্বেলে। তার একমাত্র গোলে রবিবার রাতে মোনাকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি।

গত মৌসুমে লিগ ওয়ান এবং ফরাসি কাপ ঘরে তোলে পিএসজি। তাই রবিবার রাতে ফরাসি সুপার কাপে তারা মুখোমুখি হয় গতবারের লিগে রানার্সআপ হওয়া মোনাকোর। সেখানে ১-০ গোলে জয় পায় প্যারিসিয়ানরা। কাতারের দোহা স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে পিএসজি। বিপরীতে মোনাকোর ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।

অনেক চেষ্টার পর যোগ সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভাঙতে পারেন দেম্বেলে। ফাবিয়ান রুইসের দারুণ পাস ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। এই নিয়ে গত ১২ বছরে ১১ বারই ট্রফিটি জিতল পিএসজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা