চ্যাম্পিয়ন্স ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭ পিএম
মাঠে বল হাতে কিংবা নেতৃত্বে— দু’জায়গাতেই নেতৃত্ব দিচ্ছেন জশপ্রিত বুমরাহ। গত হয়ে যাওয়া বছর তাকে দুহাত ভরে দিয়েছে। এবছরের শুরুটাও হয়েছে দাপুটে। শঙ্কাও এসেছে একটি। বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টে চোটে পড়েন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। ওই চোট তাকে আরও বেশ কিছুদিন বাইরে রাখবে।
ধারণা করা হচ্ছে, বুমরাহকে হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচেও ভারত পাবে না। দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের ম্যাচটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যমের খবর, আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বুমরাহর থাকার সম্ভাবনা একেবারেই কম। যেখানে ঘরের মাঠে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ভারত। সিরিজ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত প্রস্তুতি সারবে ভারত।
বুমরাহর চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। তবে গ্রেড-১ ইনজুরির ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের মাঝেই পুনর্বাসনে ফিরতে পারবেন। যদি গ্রেড-২ ইনজুরি হয়, তবে সেরে উঠতেই অন্তত ৬ সপ্তাহ দরকার হবে বুমরাহর। গ্রেড-৩ এর ক্ষেত্রে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে যাবেন তিনি। নিশ্চিত হওয়া না গেলেও মনে করা হচ্ছে বুমরাহ গ্রেড-১ ইনজুরিতে আছেন এবং দ্রুতই সেরে উঠবেন।