× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

রংপুরের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ সিলেটের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৪ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম

রংপুরের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ সিলেটের

শুরুতে ব্যাট হাতে ঝড় তুললেন রনি তালুকদার। তার বিদায়ের পর ইনিংসের হাল ধরলেন জাকির হাসান। এই দুজনের পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর শেষদিকে রীতিমতো তাণ্ডব চালালেন অ্যারন জোন্স ও জাকের আলী অনিক। তাতেই রংপুর রাইডার্সের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। 

আজ সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। জাকিরের ব্যাট থেকে আসে ৫০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি মানজি। ১২ বলে ১৮ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০ বলে বিপিএলে নিজের ৮ম ফিফটি তুলে নেন এই ডানহাতি ওপেনার।
এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি রনি। ৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাকির। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স।
১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পায় সিলেট স্ট্রাইকার্স।
রংপুরের হয়ে দুই উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়াও মাহেদী হাসান ও আকিভ জাভেদ নেন একটি করে উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা