প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২১:০৫ পিএম
বাবর-মাসুদের জুটিতে জবাব দিচ্ছে পাকিস্তান— সংগৃহীত ছবি
জয় কিংবা ড্র পেতে যা করা দরকার ছিল, পাকিস্তান তা পারেনি। দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের বোঝা মাথায় নিয়ে দুশ অবধিও যেতে পারেনি। কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধস। যা হবার তাই হল। ফলো অনে নামল শান মাসুদদের দল। তবে এবার আর ভুল নয়, দারুণ জবাব দিচ্ছে সফরকারীরা।
কুইন্সল্যান্ডে অবশ্য সেই জবাবের ঝাঁজটা বহাল রাখতে হবে অনেকটা সময়। এই প্রতিবেদন লেখা অবধি ঠিক পথেই আছে পাকিস্তান। কোনো উইকেট না হারিয়ে তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করছেন দুই ওপেনার। ৮০ করা অধিনায়ক শান আছেন সেঞ্চুরির পথে, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন বাবর (৬২)।
দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ১৫৬ রান তুলে নিয়েছে পাকিস্তান। তারা এখনও প্রোটিয়াদের থেকে ২৬৫ রান পেছনে। এতটুকুই সবটুকু নয়! বাবরদের হাঁটতে হবে আরও দীর্ঘ পথ। জয় কিংবা ড্র পেতে রান শোধের পর জমাও করতে হবে কিছু। লড়াইটা অবশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে।
যদিও দিনটা তাদের পক্ষে আসেনি। তৃতীয় দিনে ৯ উইকেট হারিয়েছে পাকিস্তান। বাবরের ৫৮ আর মোহাম্মদ রিজওয়ানের ৪৬ বাদে সবাই ছিলেন ব্যর্থ। কাগিসো রাবাদার ৩টি এবং মাফাকা ও কেশব মহারাজের দুটি করে শিকারে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ১৯৪ রানে।
এরআগে, ৩১৬ রানে ৪ উইকেটে প্রথম দিন থামার পরই বোঝা যাচ্ছিল রানপাহাড়ে চাপবে প্রোটিয়ারা। সেই কাজটা রায়ান রিকেলটন করেন সিদ্ধ হস্তে। ১৭৬ রানের ইনিংস টেনে নেন ২৫৯ রান অবধি। কাইল ভারানেও সুদে আসলে উঠিয়ে নিয়েছেন ঝাঝ। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ভারানে ১০০ রানে থামার পরও জারি ছিল রিকেলটন ঝড়। আগের দুদিন স্লথ গতিতে রান তোলা দক্ষিণ আফ্রিকা যেন ক্ষুব্ধ হয়ে ছিল। মার্কো জানসেন ৬২ আর কেশব মহারাজের শতক ছাড়ানো স্ট্রাইক রেট তার বড় প্রমাণ। প্রথম দিনে দাপুটে এক সেঞ্চুরি করে থামেন অধিনায়ক বাভুমা। পরে তার সঙ্গে যোগ দেন রিকেলটন ও ভারানে। এবার পাকিস্তানের জবাব দেওয়ার পালা।