টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কামিন্সরা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম
সিরিজ ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উল্লাস
সিডনি টেস্টের তৃতীয় দিন চোটের জন্য বল করতে পারলেন না জাসপ্রিত বুমরাহ। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লড়াইটাও হয়ে গেল যেন এক তরফা। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ১৬২ রানের স্কোর ছোঁয়ার জন্য ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলতে পারেনি ভারত। রান তাড়ায় শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত ৪ উইকেটে বিনিময়ে হেসে-খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
৬ উইকেটে সিডনি টেস্ট নিজেদের করে নিয়ে দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। অজিরা সিরিজ জিতল ৩-১ ব্যবধানে। এ জয়ে প্যাট কামিন্সের দল টিকিট কেটেছে জুনে লন্ডনের লর্ডসে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এ হারের কারণে টানা চারটি বর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫৮ রান সংগ্রহ করতেই খুইয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ- তিনটি উইকেট ফেলে দেন এক বছর বিরতি দিয়ে টেস্ট খেলতে নামা প্রসিদ্ধ কৃষ্ণা।
জেতার জন্য অস্ট্রেলিয়ার তখনো ১০৪ রান দরকার ছিল। এ কারণে ভারতের জয়ের সম্ভাবনাও তখন জিইয়ে ছিল। কিন্তু বুমরাহ না থাকায় উসমান খাজা-ট্রাভিস হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও সহজ হয়ে যায়। এবারের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রতিটি টেস্টেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে বড় চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন বুমরাহ। শনিবার মাঠ ছাড়ার আগে একাই শিকার করেন ৩২ উইকেট। যখন ভারতের অন্য কোনো বোলার ২০ উইকেট পাননি। ইনজুরির কারণে সেই বুমরাহ আর বল হাতে নিতে পারেননি। আজ সকালে ব্যাট করলেও পরে ফিল্ডিংয়ে তার দেখা মেলেনি মাঠে।
বুমরাহ না থাকলেও কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজরা অবশ্য চেষ্টার ত্রুটি রাখেনি। তবে খাজা-হেড চতুর্থ উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়ার জয়ের পথ সুগম করে দেন। পরে ওয়েবস্টারকে সঙ্গী করে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন হেড। দুজনের ৫৮ রানের অপরাজিত জুটি ওয়েবস্টারের অবদানই বেশি। টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকানো এ অলরাউন্ডার অপরাজিত থেকে যান ৩৪ বলে ৩৯ রান। ওয়াশিংটন সুন্দরকে বাউন্ডারি মেরে জয়সূচক রানও এসেছে তার ব্যাট থেকেই। হেড অপরাজিত রয়ে যান ৩৪ রান নিয়ে।
ভারত: ১৮৫ ও ১৫৭ (পন্ত ৬১, জয়সোয়াল ২২; বোল্যান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)।
অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: স্কট বোল্যান্ড।
সিরিজসেরা: যশপ্রীত বুমরাহ।