প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন আইরিশরা— সংগৃহীত ছবি
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ডকে আতিথ্য দিবে জিম্বাবুয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারির পুরো মাসজুড়ে বসবে খেলা।
আইসিসির এফটিপি সূচিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে ৬ ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কথা নির্ধারিত ছিল। তবে টেস্ট নেমে এসেছে একটিতে। আগামী ৬-১০ ফেব্রুয়ারি বুলাওয়েতে বসবে সিরিজের একমাত্র টেস্ট।
সফরে লাল বলের ক্রিকেট শেষে সাদা বলের দুটি সিরিজের লড়াই হবে হারারেতে। ১৪ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে। বাকি দুটি একদিনের ম্যাচ বসবে ১৬ ও ১৮ ফেব্রুয়ারি। কুড়ি কুড়ির লড়াই শুরু ২২ ফেব্রুয়ারি। তিন ম্যাচের সিরিজটির বাকি দুটি ২৩ ও ২৫ ফেব্রুয়ারি।
বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এরআগে একটি মাত্র টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। স্বাগতিক আয়ারল্যান্ড ওই ম্যাচটি জিতেছিল ৪ উইকেটে। ২০২৩ সালের শেষে আয়ারল্যান্ডকে সর্বশেষ আতিথেয়তা দেয় জিম্বাবুয়ে। ঐ আসরে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ও ওয়ানডেতে ২-০ ব্যবধানে হেরেছিল।
বর্তমানে আফগানদের বিপক্ষে লড়ছে জিম্বাবুয়ে। সিরিজে আফগানদের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে যথাক্রমে ২-১ ও ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। বৃষ্টিবিঘ্নিত হাই স্কোরিং প্রথম টেস্ট হয়েছে ড্র। ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে ভালো অবস্থানে আছে সিকেন্দার রাজারা।