× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার থেকে শিক্ষা নিতে চান বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ১৪:৩১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

হেরে হতাশ বুমরাহ— সংগৃহীত ছবি

হেরে হতাশ বুমরাহ— সংগৃহীত ছবি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা তো হাতছাড়া হয়েছেই, ভারত জিততে পারেননি বোর্ডার-গাভাস্কার ট্রফি। বড় হারের পর জশপ্রিত বুমরাহও আঙুল তুলেছেন ব্যাটারদের দিকে। রোহিত শর্মার অনুপস্তিতে নেতৃত্বে আসা পেসার বলছেন, তরুণরা অন্তত ধৈর্য্য ধরে খেলা শিখুক।

অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজের প্রায় সবকটিতেই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল ভারত। মেলবোর্নের একটি ইনিংস বাদ দিলে ভারতের টপ অর্ডার খেয়েছে নাকানিচুবানি। অভিজ্ঞ বিরাট কোহলি-রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন। দুঃসময়ে যাদের হাল ধরার কথা সেই তরুণরাও পারেননি।

শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ঋষভ পন্তদের দিকেই আঙুল তুলেছেন বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে শুরুটা ভালো করলেও রানের পেছনে ছুঁটতে গিয়েই তালগোল পাকিয়ে বসেছিলেন তরুণরা। তাইতো বুমরাহর চাওয়া এই সিরিজ থেকে অন্তত এতটুকু শিখুক শুভমানরা।

সিডনি টেস্টে হারের পর বুমরাহ বলেছেন, ‘রান করা জরুরি। কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি বুঝে নিজেদের খেলা পরিবর্তন করতে হয়। এই সফর থেকে আশা করি আমাদের তরুণরা শিখবে।’ বুমরাহ এমন সময়ে তরুণদের উদ্দেশ্যে কথাটি বলল, যখন ঋশভ পান্তের খেলার ধরণ নিয়ে কোচের সঙ্গে বসা। ভারতের কোচ গৌতম গম্ভীরের দাবি অতিরিক্ত শট খেলেন পান্ত, তবে নিজের ব্যাটিং ধরণ বদলাতে নারাজ পান্তও।

দ্বিতীয় দিনের খেলার শেষে বুমরাহদের রান ছিল ৬ উইকেটে ১৪১। তার পর আর বেশি দূর এগোতে পারেনি ভারত। ১৫৭ রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। যা চার উইকেট হারিয়ে পার করে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পর তাতেই নিশ্চিত হয় আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা