প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ২০:৩৬ পিএম
২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছিলেন লিওনেল মেসি। মাঠের বাইরেও পেয়েছেন অসংখ্য পুরস্কার। সেই তালিকায় যোগ হচ্ছে আরও পদক। বিশ্বের অন্যতম নামী পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে যাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগে নিজের বিদায়ী সময়ে লিওনেল মেসিসহ মোট ১৯ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রেসিডেনশিয়াল মেডেল অব অনারের মর্যাদা দিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার এক দাপ্তরিক ঘোষণায় চলতি বছরের প্রেসিডেনশিয়াল মেডেল অব অনারের জন্য মনোনীত ১৯ জনের নাম ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ। সেখানেই উল্লেখ করা হয় মেসির নাম।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, একজন মহান নেতা সবার প্রতি বিশ্বাস রাখেন, সবাইকে ন্যায্য সুযোগ দেন এবং শালীনতাকে সর্বোচ্চে স্থান দেন। এই ১৯জন আমেরিকান মহান নেতা, এই দেশকে একটি আরও ভালো জায়গা বানিয়েছেন। তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ, যারা তাদের দেশ ও পৃথিবীর জন্য অসাধারণ অবদান রেখেছেন।’
২০২৩ সালে পিএসজিকে বিদায় জানিয়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। তার আগমনের পরেই ইন্টার মায়ামি এবং মার্কিন ঘরোয়া ফুটবলের চিত্রটা বদলে যায় রাতারাতি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার আগমনের পর থেকে তা প্রভাব রেখেছে মার্কিন অর্থনীতির চিত্রেও। তবে এসবের চেয়ে লিওনেল মেসির মানবিক কাজকেই সামনে এনেছে হোয়াইট হাউস।