× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর দেশের শীর্ষ লিগ দেখল ডাবল হ্যাটট্রিক

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল উৎসব করল ১০ জনের মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৯ পিএম

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল উৎসব করল ১০ জনের মোহামেডান

সবচেয়ে ভরসার নাম সোলেমান দিয়াবাতেকে ছাড়াই দল সাজাতে হলো কোচ আলফাজ আহমেদকে। এরপর খেলা শুরুর ২০ মিনিটের মধ্যে পরিণত হলো ১০ জনের দলে। লিগে প্রথমবার পয়েন্ট হারানোর শঙ্কা তখন উকি দিচ্ছিল। তবে আগ্রাসী মনোভাব হারাল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। উল্টো একজন কম নিয়েই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল উৎসব করল সাদা-কালোরা।

আজ শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাতে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে আলফাজ আহমেদের দল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। বিপরীতে লিগ টেবিলের তলানীতে থাকা চট্টগ্রাম আবাহনী হারল টানা ষষ্ঠ লিগ ম্যাচ। এর আগে গত ২৪ ডিসেম্বর এই মোহামেডানের কাছে ফেডারেশন কাপে ৬-০ ব্যবধানে হেরেছিল বন্দর নগরীর ক্লাবটি।

খেলার ২০ মিনিটে ফাউলের কারণে লালকার্ড দেখেন মোহামেডানের ডিফেন্ডার শাকিল আহাদ তপু। লাফিয়ে ওঠা বলে হেড করতে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর অনিক ঘোষ, একই সময়ে উঁচু করে ডান পা চালিয়ে দেন তপু। তার পা গিয়ে লাগে অনিকের কাঁধের নিচে। ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠেই শুয়ে পড়েন অনিক। বিপদজনক ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তপু। ১০ জন নিয়ে রহিম উদ্দিন-ইমানুয়েল সানডে-মুজাফ্ফর মোজাফররা চেষ্টা করেও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি। যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনীর শুভরাজ বংশীর ক্রস সরাসরি ক্রসবার স্পর্শ করলেও পরবর্তীতে গোলরক্ষক সুজন হোসেন গোল হতে দেননি। গোলশূন্য বিরতিতে যায় দুই দল।

তবে বিরতির পর মোহামেডান হয়ে ওঠে আরও দুর্বার। গোলের শুরু ৪৭ মিনিটে। মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জড়িয়ে দেন জালে। মোহামেডানের জার্সিতে এটাই প্রথম গোল এই ডিফেন্ডারের। অবশ্য লিগে ম্যাচও খেলেছেন একটি। ৫১ মিনিটে সানডের কোনাকুনি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। চার মিনিট পর আর ব্যর্থ হননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। আরিফ হোসেনের দারুণ এক কাটব্যাক থেকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে।

৫৮ মিনিটে সানডের ক্রসে সৌরভ দেওয়ানের বাঁ পায়ের প্লেসিং ক্রসবারের মাঝামাঝি জায়গায় লেগে গোল হয়নি। ৬৩ মিনিটে অবশ্য তাকে হতাশ হতে হয়নি। আর্নেস্ট বোয়েটেং বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শট নিলেও তা সাইডবারের নিচে লেগে ফিরে আসে, ফিরতি বলে জায়গা করে নিয়ে জাল কাাঁপান দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা সৌরভ। ৮৮ মিনিটে আত্মঘাতি গোলে মোহামেডানের লিড আরও বাড়িয়ে দেয় চট্টগ্রাম আবাহনীর সেলিম রেজা। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন। জোড়া গোলের পর ম্যাচসেরাও হয়েছেন এই ফরওয়ার্ড। যোগ করা সময়ে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে চট্টগ্রাম আবাহনী। ইমতিয়াজ সুলতান জিতু গোলরক্ষকের বিপরীত দিক দিয়ে জালে জড়িয়ে দলকে কিছুটা সান্ত্বনা এনে দেন।

এক ম্যাচেই ৬ গোলে করেছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং। ছবি : বাফুফে

দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে। যেখানে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ঘানার অ্যাটাকার স্যামুয়েল বোয়েটেং একাই ৬ গোল করে সবাইকে চমকে দেন। ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে ঠাণ্ডা মাথার শটে দলকে এগিয়ে নেওয়ার পর বোয়েটেং ৪৪ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করেন ঘানার এই ফরোয়ার্ড। এই ম্যাচের দারুণ পারফরম্যান্সে ১০ গোল করে এক লাফে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বোয়েটেং। ব্রাদার্স ইউনিয়নের চেক সিনে ৬ গোল নিয়ে নেমে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে। এর আগে ২০০৭ সালে পেশাদার লিগের প্রথম আসরে পল নোয়াচুকু ডাবল হ্যাটট্রিক পেয়েছিলেন।

রহমতগঞ্জ ৬ ম্যাচে ৫টি জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স চতুর্থ হারে আগের ৪ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা