× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

ঘটনাবহুল ম্যাচ জিতে শীর্ষে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৪৫ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম

ভ্যালেন্সিয়া গোলরক্ষকের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র; ছবি: সংগৃহীত

ভ্যালেন্সিয়া গোলরক্ষকের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র; ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম লা লিগার ম্যাচেই লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা মাঠ ছাড়ার আগে পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ্যাম। তাদের দল রিয়াল মাদ্রিদ অবশ্য পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে। লুকা মদ্রিচের গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ে গোল করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলিংহাম।

শুক্রবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। দুর্দান্ত এই জয়ে নতুন বছরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে। রিয়ালের সমান ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো ক্লাব। 

ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে রিয়াল। ২৭তম মিনিটে খুব কাছ থেকে গেররার শট কোনোমতে ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ছুটে গিয়ে অনায়াসে জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধে বাকি সময়ে একাধিক আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি রিয়াল। তাতে পিছিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল। বিরতি থেকে ফিরেই ম্যাচে ফেরার বড় সুযোগ পায় রিয়াল। ৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি নেন বেলিংহাম। তার নিচু গড়ানো শট পোস্টে লেগে ফেরত আসে। রিয়ালের জার্সিতে এই প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন তিনি।

৫৮তম মিনিটে বল জালে পাঠান এমবাপে। তবে অফসাইডের কারণে গোল হয়নি। টানা দুই বড় সুযোগ নষ্ট করা রিয়াল আরো বড় ধাক্কা খায় ৭৯তম মিনিটে। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। পথ হারানো রিয়ালকে পথে ফেরান বদলি নামা মদ্রিচ। ৮৫তম মিনিটে বেলিংহামের দারুণ পাস পেয়ে জাল খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে রিয়ালকে পূর্ণ পয়েন্ট এনে দেন বেলিংহাম। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা