× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফিতে শান্তই বাংলাদেশের ক্যাপ্টেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ০২:২৪ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১০:৫৫ এএম

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে থেকে যাচ্ছেন ওয়ানডে ও টেস্টের নেতৃত্বে। ফলে প্রশ্ন উঠেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে?

মূল আয়োজক পাকিস্তানের সঙ্গে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ হবে দুবাইতেও (হাইব্রিড মডেলে)। ওয়ানডে সংস্করণের এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারিতে। হাতে সময় কম থাকায় আসরের আগমুহূর্তে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বদল করছে না বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, শান্তই থাকছেন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ক্যাপ্টেন।

শুক্রবার বিপিএলের ম্যাচ চলাকালে শের-ই বাংলা স্টেডিয়ামে ফারুক আহমেদ  ওয়ানডে ফরম্যাটে শান্তর নেতৃত্ব নিয়ে বলেন, ‘আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’

দিন কয়েক আগে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন শান্ত। এ নিয়ে ফারুক বলেন, ‘সে আগেই বলেছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরও প্রায় ছয় মাস পরে মনে হয়। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।’

এখন শান্ত বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের জার্সি গায়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকিতে চোট পান। তবে এ কারণে মিস করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল টি-টোয়েন্টির পর এবার বিপিএল দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি সারছেন শান্ত। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে তাকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা