বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২৩:০০ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫২ পিএম
ব্যর্থ পেরেরার সেঞ্চুরি; ছবি: আ. ই. আলীম
খুলনা টাইগার্সের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে ঢাকা ক্যাপিটালসের জন্য একাই লড়াই চালিয়ে গেলেন অধিনায়ক থিসারা পেরেরা। শ্রীলঙ্কান সাবেক এই অলরাউন্ডার চার-ছক্কার ধুমধারাক্কায় করলেন দুর্দান্ত এক সেঞ্চুরিও। কিন্তু দলকে বহুল কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না তিনি৷ তাতেই টানা তিন ম্যাচ হেরে চলতি বিপিএলের ঢাকা পর্ব শেষ করল শাকিব খানের মালিকানাধীন রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের একাদশ আসরের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে দলগত প্রচেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান করে খুলনা টাইগার্স। পরে ওই রান তাড়ায় নেমে ৪১ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ঢাকা। সেখান থেকে স্বদেশি সতীর্থ চতুরঙ্গ ডি সিলভাকে সঙ্গে নিয়ে পেরেরা শেষ চেষ্টা চালিয়েও ১৫৩ রানের বেশি করতে পারেনি তারা।
সপ্তম উইকেটে পেরেরা-সিলভা ১১২ রানের বড় জুটি। যদিও পুরো দলকে একাই টেনেছেন পেরেরা। ৬০ বলে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৩ রান করেন তিনি। ৩৫ বলে হাফসেঞ্চুরির পর বাকি ২৫ বলে করেন ৫৩ রান। কিন্তু অপর পাশ থেকে সিলভা সেভাবে সাপোর্ট দিতে পারেননি৷ ২০ বল মোকাবিলা করে মাত্র ১১ রান করতে পারেন তিনি। ঢাকার ইনিংসে শুরুতেই সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ খুলনার পক্ষে এনে দেন অধিনায়ক মেহেদী মিরাজ।
এর আগে প্রথমে ব্যাটিং করা খুলনার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তবে বেশ কয়েকজনের ক্যামিও ইনিংস তাদের ১৭৩ রানের লড়াকু পুঁজি এনে দেয়। মাহিদুল ইসলাম অঙ্কন ৩২, নাঈম শেখ ৩০, উইলিয়াম বসিস্টো ২৬, জিয়াউর রহমান ২২ ও আবু হায়দার রনি ২১ রান করেন। ঢাকার পক্ষে ২টি উইকেট নেন ডি সিলভা। আরও ছয় বোলার নিয়েছেন একটি করে উইকেট।