প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২২:০৯ পিএম
নেতৃত্ব সামলে নিজেকে ফেরানোর সুযোগ হয়তো পাবেন না রোহিত— সংগৃহীত ছবি
ব্যাট হাতে বেশ কিছুদিন ধুঁকছিলেন রোহিত শর্মা। নেতৃত্বতেও চলছিল ভাটা। সবশেষ ৯ টেস্টে ভারতের অধিনায়কের ব্যাটিং গড় ১০.৯৩। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে যা এসে দাঁড়িয়েছে ৬.২-এ! এমন অবস্থায় স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছেন রোহিত। সিডনি টেস্টের দলেও নেই তিনি। তার এই বিশ্রামকে অনেকেই মনে করছেন, ক্যারিয়ারের সমাপ্তি। কথা উঠেছে তাকে নাকি বাদ দেওয়া হয়েছে। তবে এত কিছুর মাঝে খোঁজা যাক, স্বেচ্ছায় কে এমন করে বিশ্রাম নিয়েছিলেন।
ফর্ম হারানোর কারণে স্বেচ্ছায় টেস্ট থেকে অবসরের ঘটনা ক্রিকেট ইতিহাসে আছে আর মাত্র একটি। মাইক আথারটনের এক আর্টিক্যালে জানা যায়, অধিনায়ক হিসেবে ফর্মহীনতার কারণে ইংল্যান্ডের মাইক ডেনেস নিয়েছিলেন বিশ্রাম। অবশ্য পরের ম্যাচেই আবার দলে ফিরেছিলেন ডেনেস। রোহিতও হয়তো ফিরবেন। তবে সেই ফেরার জন্য ভারতের বর্তমান অধিনায়ককে অপেক্ষা করতে হবে বেশ খানিক সময়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্র শুরু হতে অনেক দেরি। এবারের চক্রে যা অবস্থা তাতে ভারতের ফাইনাল খেলা অনেকটা অসম্ভব। তাই রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কারসহ অনেক সাবেকের ধারণা রোহিত হয়তো আর টেস্টেই ফিরতে পারবেন না। যদিও নেতৃত্বে থেকেও ফর্মহীনতার কারণে বিশ্রামে যাওয়া ক্রিকেটারের তালিকায় থাকা ডেনেসের ব্যাট কথা বলছিল না অনেক দিন। ১৯৭৪ সালের অ্যাশেজে টানা ৬ ইনিংসে মোটে ৬৫ রান করেছিলেন। রোহিতেরও চলছে এমন শনির দশা।
রোহিত শুধু নিজের ব্যাটিং নিয়েই নয়, কোণঠাসা ছিলেন দল ইস্যুতেও। অনেকের মতে ভারতের টপ অর্ডার ব্যাটার যদি স্বেচ্ছায় অবসর না নেন, তবে হয়তো সামনে তাকে বাদ দিয়েই দল সাজাতে পারে ভারত। ভারতের মিডিয়া রোহিতের বিশ্রামকে নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে। বেশ কিছু গণমাধ্যমের মতে, নেতৃত্ব সামলে নিজেকে ফেরানোর সুযোগ হয়তো পাবেন না রোহিত। তার অবর্তমানে নেতৃত্বের আর্মব্যান্ড বিরাট কোহলি হাতে উঠতে পারে বলেও খবর।