প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ২০:৩২ পিএম
২০২৫ সালের পর ফ্রি হয়ে যাবেন মেসি-রোনালদোর মতো অনেক তারকা— সংগৃহীত ছবি
জানুয়ারি ট্রান্সফার উইন্ডো চলছে। টটেনহ্যাম, ইন্টার মিলান সহ কয়েকটি ইউরোপীয়ান শীর্ষ লিগের ক্লাব দল আরও একবার গুছিয়ে নিচ্ছে। এরমাঝে ক্লাবগুলো খোঁজ লাগাচ্ছে কোন ফুটবলারকে দলে ভেড়ানো যায়। অন্যদিকে খেলোয়াড়রাও এজেন্টের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা চালাচ্ছে, নতুন চুক্তিতে কোথায় যাওয়া যায়। কেউ অপেক্ষা বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে। এ বছর ডজনখানেক তারকা আছেন, যাদের চুক্তি এই মৌসুমেই শেষ হবে। এই তালিকায় আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, মেসি। দলবদলের বাজার গরম করতে পারেন মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক সহ আরও অনেক তারকা।
মোদ্দাকথা ইউরোপের বেশ কয়েকজন তারকা এবছরের পুরোনো ক্লাবকে বিদায় বলবেন। ৩৯ বছরের পা দেওয়া রোনালদোর সঙ্গে সৌদি ক্লাব আল হিলালের চুক্তি আছে এ বছরের শেষ পর্যন্ত। তাই বছরের শুরু থেকেই আলোচনা, আরও কয়েক বছর কি মধ্যপ্রাচ্যে কাটাবেন নাকি নতুন ডেরা খুঁজবেন রোনালদো? পর্তুগিজ তারকা দিয়েছেন কূটনৈতিক উত্তর, ‘আগামীতে যেকোনো কিছুই ঘটতে পারে।’ যেকোনো কিছু বলতে রোনালদো দুটি দিকই খোলা রেখেছেন। মধ্যপ্রাচ্যে থাকতে পারেন নয়তো ছেড়ে দিতে পারেন আল হিলাল।
নতুন কোনো ক্লাবে রোনালদো যাবে কি যাবে না, তা হয়ত বছর শেষেই জানা যাবে। একই বছরে মেসিও থাকবেন দলবদলের বাজারে। ২০২৩ সালে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আর্জেন্টাইন তারকার চুক্তি আছে ২০২৫ এমএলএস পর্যন্ত। যুক্তরাষ্ট্রের লিগটি ইউরোপ বা সৌদি আরবের মতো জুলাই-জুন চক্রে চলে শেষ হয়না। ওখানের লিগটি ফেব্রুয়ারিতে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। মেসির চুক্তিও ওই পর্যন্তই। তখনই জানা যাবে মেসি আসলে থেকে যাচ্ছেন নাকি নতুন ডেরা খুঁজবেন। তবে মায়ামির মালিক পক্ষের চাওয়া মেসিকে রেখে দেবেন তারা। আমেরিকায় যেহেতু সামনে ফিফা বিশ্বকাপ বসবে, তাই মেসি হয়ত মায়ামিতে থেকেও যেতে পারেন।
একই বছর দল খুঁজতে পারেন সালাহ। শোনা যাচ্ছে, মিশরের তারকাকে টানতে পারে পিএসজি। লিভারপুলের অন্যতম তারকাকে চায় সৌদি লিগের দুটি শীর্ষ ক্লাবও। নেইমারও হয়ত সৌদি আরব ছেড়ে নিজের দেশের কোনো ক্লাবে ক্যারিয়ার খুঁজতে পারেন। বছর শেষে দল খুঁজতে পারেন কেভিন ডি ব্রুইনা, ভার্জিল ফন ডাইকের মতো বড় তারকারাও। লিভারপুল ছাড়ার সম্ভাবনা আছে ইংলিশ তারকা আলেকজান্ডার আরনল্ডেরও। এজেন্টদের নজরে থাকবেন লেরয় সানে, জশুয়া কিমিখ, সঙ হিউ মিন, জোনাথন ডেভিড, আলফনসো ডেভিসরা।