× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেনিসে জারিফ-হালিমা-রুস্তমদের আধিপত্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৭ পিএম

টেনিসে জারিফ-হালিমা-রুস্তমদের আধিপত্য

বিজয় দিবস টেনিস শেষ হয়েছে গতকাল শুক্রবার। এতে বিভিন্ন ইভেন্টে সেরা হয়েছেন জারিফ-হালিমা-রুস্তম-মিলনরা। পুরুষ এককে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার ৪-৬, ৬-১, ৬-২ গেমে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলীকে হারান। পুরুষ দ্বৈতে রুস্তম ও মিলন হোসেন জুটি ৬-৩, ৭-৬ গেমে পাশা’র হানিফ মুন্না ও মাহাদি হাসান আলভিকে হারিয়ে শিরোপা জিতেছে।

মহিলা এককে ৬-২, ৬-১ গেমে বিকেএসপির সুবর্না খাতুনকে পরাজিত করেন বিকেএসপিরই হালিমা জাহান। মহিলা দ্বৈতে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার জুটি ৬-১, ৭-৫ গেমে সুবর্না ও জান্নাত ফেরদৌসকে হারিয়ে সেরা হয়েছেন। বালক একক অনূর্ধ্ব-১৮ বছর  ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ৭-৬, ৬-২ জাতীয় টেনিস কমপ্লেক্সের মো. সায়েমকে ও বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর ইভেন্টে বিকেএসপির হালিমা হাজান ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির জান্নাতুন ফেরদৌস মিতুকে হারিয়ে শিরোপা জিতেছেন।

বালক একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে কাব্য ৭-৬, ৬-২ গেমে প্রো টেনিস একাডেমির মো. আকাশ হেসেনকে ও বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-১, ৬-১ গেমে প্রো টেনিস একাডেমির মাসতুরা আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

ফাইনাল শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা