প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম
আগে-ভাগেই অনুশীলনে ফিরেছেন ইয়ামাল— সংগৃহীত ছবি
স্প্যানিশ সুপার কাপ মিস করার সম্ভাবনা ছিল লামিনে ইয়ামালের। কিন্তু ওয়ান্ডার কিড দ্রুতই সেরে উঠেছেন। নতুন বছরে বার্সেলোনার জন্য সুখবর প্রত্যাশিত সময়ের আগেই অনুশীলনে ফিরেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। গত ১৬ ডিসেম্বর আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচে চোট পেয়েছিলেন ইয়ামাল।
আসছে সপ্তাহেই শুরু হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। সৌদি আরবের জেদ্দায় হতে যাওয়া তিন ম্যাচের এই টুর্নামেন্টে ইয়ামালের না খেলার সম্ভাবনাই ছিল বেশি। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে সেমিফাইনালের আগে অনুশীলনে ফেরায় সুপার কাপ খেলার আশা জেগেছে তার।
শনিবার চতুর্থ স্তরের দল বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচ খেলবে বার্সা। এর আগে ইয়ামালের অনুশীলনে ফেরাটা বার্সেলোনার জন্য বিশাল সুখবর। কোপা দেল রে’র এই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ইয়ামাল, তবে সুপার কাপে তার অংশগ্রহণের ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।