বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম
প্রথম জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা ক্যাপিটালস; ছবি: আ. ই. আলীম
বিপিএলের সবশেষ আসরে তলানিতে ছিল ছিল দুর্দান্ত ঢাকা। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বদলে হয়েছে ঢাকা ক্যাপিটালস। দলের নাম বদলালেও শাকিব খানের দলটির ভাগ্য বদলায়নি। টানা দুই ম্যাচ হেরে রয়েছে চরম ব্যাকফুটে। জয়ের ধারায় ফিরতে মরিয়া লিটন-মুস্তাফিজরা এবার মাঠে নামছে খুলনা টাইগার্সের বিপক্ষে। মেহেদি হাসান মিরাজের দল নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল চট্রগ্রাম কিংসকে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের অষ্টম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। ম্যাচ শুরুর আগে টস জিতেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। তিনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, স্টিফেন ইসকিনাজি, শাহাদাৎ হোসেন দীপু, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), সুভম রঞ্জনি, চতুরঙ্গা ডি সিলভা, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, আবু হায়দার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজ, জিয়াউর রহমান, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বোসিসটো।