× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ফুটবল

মিতুলের দৃঢ়তায় ফর্টিসের বিপক্ষে শেষ রক্ষা আবাহনীর, কিংসের বড় জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম

মিতুলের দৃঢ়তায় ফর্টিসের বিপক্ষে শেষ রক্ষা আবাহনীর, কিংসের বড় জয়

বছরের শুরুটা দারুণভাবে রাঙালো বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে বড় জয় দিয়ে নতুন বছর শুরু করল ভ্যালেরি তিতার দল। তবে এদিন জিততে পারেনি লিগের জায়ান্ট ঢাকা আবাহনী। তাদেরকে রুখে দিয়েছে ফর্টিস এফসি। অবশ্য ম্যাচে আবাহনী চেয়ে ভালো ফুটবল খেলে ফর্টিস। তবে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমার দুর্ভেদ্যে দেয়াল টপকাতে পারেনি কেউ। 

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের হোম ভেন্যুতে আবাহনীকে আতিথেয়তা দেয় ফর্টিস। নিস্প্রাণ ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। পয়েন্ট খুইয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ব্যবধান বাড়ল আবাহনীর। ৬ খেলায় চার জয় ও একটি করে ম্যাচে হার এবং ড্রয়ে ১৩ পয়েন্ট আকাশি-নীলদের। মোহামেডান অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৬ ম্যাচে ৩ ড্র, এক জয় ও ২ পরাজয়ে ফর্টিসের। ৬ পয়েণ্ট নিয়ে দলটি আছে এই তালিকার ছয়ে। 

কিংস অ্যারেনার ম্যাচে ফর্টিস প্রথম মিনিটেই ভয় ধরায় আবাহনী শিবিরে। মোহাম্মদ আব্দুল্লাহ’র জোরাল শট মিতুল আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফেরান। প্রথমার্ধের শেষ দিকে জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরাল শট নেন, সেটিও আটকান বাংলাদেশ জাতীয় দলের এই গোলরক্ষক। ৬৭ মিনিটে প্রথম উল্লেখ করার মতো আক্রমণ শাণায় আবাহনী। কিন্তু বক্সের বাইরে থেকে মাহাদি ইউসুফের বাম পায়ের জোরাল শট দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে জমান ফর্টিসের গোলরক্ষক সারোয়ার জাহান। এই ঝলকটুকু ছাড়া আবাহনী ম্যাচ জুড়েই ছিল নিষ্প্রভ। ৭২ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় আবাহনী। বদলি নেমে শওকত হোসেন সতীর্থের ক্রসের নিয়ন্ত্রণ নিতে গেলে তার বুটে লেগে বল লাফিয়ে ওঠে, তখন তিনি হেড করেন। সেটাও ফিস্ট করে ফিরিয়ে দেন মিতুল। বাকি সময় চেষ্টা করেও আর কোনো দল গোলের দেখা পায়নি।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গোল উৎসব করেছে কিংস। প্রতিপক্ষ পুলিশকে তারা হারিয়েছে ৫-০ ব্যবধানে।  প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও দুই গোল। জোড়া গোল করেছেন জোনাথন ফের্নান্দেস। একবার করে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফেরেইরা দামাশেনো। দারুণ এই জয়ে ফর্টিসকে টপকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এল কিংস। ৬ খেলায় তিন জয়, দুই হার ও এক ম্যাচে ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট কিংসের। 

একই সময়ে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নতুন মৌসুমে জয়ের ধারাবাহিকতা অব্যহত রেখেছে গোপীবাগের দলটি। খেলার দশম মিনিটে ব্রাদার্সকে লিড এনে দেন সেনেগালের ফরওয়ার্ড মুস্তফা দ্রামে। লিগে এটি তার প্রথম গোল। ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করেন দলটির মিডফিল্ডার শেখ সেনে। এবারের লিগে দারুণ ছন্দে থাকা সেনেগালের এই তারকা ফুটবলার পেলেন নিজের ষষ্ঠ গোলের দেখা। বিরতির দুই মিনিট আগে ব্যবধান ৩-০ করেন স্ট্রাইকার সাজ্জাদ হোসেন। 

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়া ইয়াংমেন্স আর ফিরতে পারেনি খেলায়। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলও হজম করেনি দলটি। লিগে ছয় ম্যাচে এটি তাদের পঞ্চম পরাজয়। এদিকে সমান ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে ব্রাদার্স। তিন পয়েন্ট ইয়াংমেন্সের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা