× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম

শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত!

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নেই রোহিত শর্মা। স্বেচ্ছায় বিশ্রাম নিয়েছেন ভারতের অধিনায়ক। শুক্রবার সিডনিতে প্রথম দিনে এ নিয়ে কথা বলছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, মেলবোর্নে রোহিত তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন।

গাভাস্কারের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন, এমন কোনও ব্যাটারকে খুঁজছে নির্বাচক কমিটি। তিনি বলেন, ‘আমার ধারণা ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে না। আর মেলবোর্ন টেস্টে রোহিত শর্মার শেষ ম্যাচ ছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হবে ইংল্য্যান্ড সিরিজ দিয়ে। তারা এমন কাউকে খুঁজছে যে ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত খেলতে পারবে। ভারত ফাইনালে উঠবে কি উঠবে না সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি মনে করি এটাই করবে নির্বাচক কমিটি। তাতে করে সম্ভবত আমরা রোহিতকে শেষবার টেস্ট ক্রিকেটে খেলে ফেলতে দেখলাম।’

 রবি শাস্ত্রীও একই সুরে কথা বলেছেন, ‘যদি সামনে হোম সিজন থাকতো, সে হয়তো খেলতে পারতো। আমার মনে হয়, সে তার শেষ টেস্ট খেলে ফেলেছে। তার বয়স তো কম নয়, ৩৮ বছর। এমন না যে ভারতের তরুণ কোনও ভালো খেলোয়াড় নেই, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এখন গড়ে ওঠার সময়। এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু সবকিছুর সময় আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা