প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১২:০২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১২:২০ পিএম
বুলাওয়েতে প্রথম টেস্টে দেখেছিল রানবন্যা। তবে সেই বুলাওয়েতেই দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। প্রথম টেস্টে ৭০০ ছুঁইছুঁই রান করা আফগানিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেছে। দিন শেষে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬ রান করেছে।
রানবন্যায় ভাসা সিরিজের প্রথম ম্যাচ সমধান হয় ড্রতে। বুলাওয়েতে চলছে সিরিজ নির্ধারণী টেস্ট। টস হেরে আফগানিস্তানের ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেননি। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার পর মরণফাঁদ হয়ে ওঠে পিচ। কন্ডিশনের সুবিধা নিয়ে একের পর এক আফগান ব্যাটারের উইকেট তুলে নেন জিম্বাবুয়ের বোলাররা। তাতেই অল্পতে থামে জিম্বাবুয়ে।
এ মাঠটিতেই আগের টেস্টে জিম্বাবুয়ে করেছিল ৫৮৬ রান। জবাবে আফগানরা প্রথম ইনিংসে এনেছিল ৬৯৯ রান। হাশমতউল্লাহ ও রহমত শাহ এনেছিলেন ডাবল সেঞ্চুরি, শতক হাঁকিয়েছিলেন আফসার জাজাই। তবে বুলাওয়েতে শুক্রবার মুখ ধুবড়ে পড়ছেন তারা।
সিকান্দার রাজা ৩টি উইকেট নিয়েছেন। আফগানদের তিন ব্যাটার ফেরান নিউমান নিয়ামহুরি। ব্লেসিং মুজারাবানি তোপ দেখে শিকার করেন ২টি উইকেট। জিম্বাবুয়ে বোলারদের তোপের দিনে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৫ রান আনেন স্পিনার রশিদ খান। বাকিদের কেউই পারেননি ২০-এর ঘর ছুঁতে।
বুলাওয়েতে প্রথম দিনের শেষ সময়টি কোনো ভুল ছাড়াই পার করেছে জিম্বাবুয়ে। ৬ রান তুলে ব্যাট করছেন জয়লর্ড গাম্বি ও বেন কারান। আফগানিস্তানের থেকে স্বাগতিকরা এখনও ১৫১ রান পেছনে।