× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই বুলাওয়েতেই এবার ভিন্ন আফগানিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১২:০২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১২:২০ পিএম

সেই বুলাওয়েতেই এবার ভিন্ন আফগানিস্তান

বুলাওয়েতে প্রথম টেস্টে দেখেছিল রানবন্যা। তবে সেই বুলাওয়েতেই দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। প্রথম টেস্টে ৭০০ ছুঁইছুঁই রান করা আফগানিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে গেছে। দিন শেষে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৬ রান করেছে।

রানবন্যায় ভাসা সিরিজের প্রথম ম্যাচ সমধান হয় ড্রতে। বুলাওয়েতে চলছে সিরিজ নির্ধারণী টেস্ট। টস হেরে আফগানিস্তানের ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেননি। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার পর মরণফাঁদ হয়ে ওঠে পিচ। কন্ডিশনের সুবিধা নিয়ে একের পর এক আফগান ব্যাটারের উইকেট তুলে নেন জিম্বাবুয়ের বোলাররা। তাতেই অল্পতে থামে জিম্বাবুয়ে।

এ মাঠটিতেই আগের টেস্টে জিম্বাবুয়ে করেছিল ৫৮৬ রান। জবাবে আফগানরা প্রথম ইনিংসে এনেছিল ৬৯৯ রান। হাশমতউল্লাহ ও রহমত শাহ এনেছিলেন ডাবল সেঞ্চুরি, শতক হাঁকিয়েছিলেন আফসার জাজাই। তবে বুলাওয়েতে শুক্রবার মুখ ধুবড়ে পড়ছেন তারা।

সিকান্দার রাজা ৩টি উইকেট নিয়েছেন। আফগানদের তিন ব্যাটার ফেরান নিউমান নিয়ামহুরি। ব্লেসিং মুজারাবানি তোপ দেখে শিকার করেন ২টি উইকেট। জিম্বাবুয়ে বোলারদের তোপের দিনে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৫ রান আনেন স্পিনার রশিদ খান। বাকিদের কেউই পারেননি ২০-এর ঘর ছুঁতে।

বুলাওয়েতে প্রথম দিনের শেষ সময়টি কোনো ভুল ছাড়াই পার করেছে জিম্বাবুয়ে। ৬ রান তুলে ব্যাট করছেন জয়লর্ড গাম্বি ও বেন কারান। আফগানিস্তানের থেকে স্বাগতিকরা এখনও ১৫১ রান পেছনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা