প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:৫১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:৫২ এএম
গত ম্যাচে যেভাবে উইকেট হারিয়েছিলেন, প্রায় একই ভাবে আবার আউট হলেন ঋষভ পন্ত। মিড অনে ক্যাচ দিলেন তিনি। ম্যাচের পরিস্থিতি না বুঝেই খেললেন শট। বিপদে ফেললেন দলকে। পরের বলেই আউট নীতীশ কুমার রেড্ডি। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন। স্লিপে ক্যাচ সহজে লুফে নিলেন স্মিথ। সিডনিতে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৩৪ রানে ৭ উইকেট হারিয়েছে ভারত।
শুক্রবার বাঁচা-মরা ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরা। রোহিত শর্মা একাদশের বাইরে। তার পরিবর্তে টস করতে আসেন বুমরা। সফরকারীদের হয়ে ওপেনিংয়ে আসেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। দলীয় ১১ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙে, রাহুলের বিদায়ে। দলের খাতায় ৬ রান যোগ না হতেই ফিরেন আরেক ওপেনার জয়সওয়াল। ২৬ বলে ১০ রান করতে পারেন তরুণ এই ব্যাটার।
বিরাট কোহলি প্রথম বলেই আউট হচ্ছিলেন। বোলান্ডের বলে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন। স্লিপে সেই বল ধরেন স্মিথ। তিনি নিশ্চিত ছিলেন ক্যাচ নেওয়ার ব্যাপারে। কিন্তু মাঠের আম্পায়ার প্রযুক্তির সাহায্য নেন। তিনি তৃতীয় আম্পায়ারের কাছে জানতেন চান আদৌ ঠিক মতো ক্যাচ নেওয়া হয়েছে কি না। সেখান দেখা যায় বল স্মিথ ধরলেও তা মাটিতে ঠেকে গিয়েছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার।
মধ্যাহ্নভোজের আগে শেষ বল আউট হয়ে ফিরেন শুভমান গিল। বছরের শুরুটা রাঙাতে পারেননি কোহলিও। বছরের প্রথম ম্যাচে তিনি ৬৯ বলে ১৭ রান করেছেন। এরপর দলীয় ১২০ রানের মাথায় ফিরেন প্রন্ত-নীতীশ। সাত নম্বর ব্যাটার হিসেবে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। দলের ১৩৪ রানের মাথায় সাজঘর মুখো হয়েছেন তিনি। সাত উইকেটের ৪টি বোলান্ডের দখলে, ২টি মিচেল স্টার্কের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা স্কাই ব্লুজদের সিরিজের শেষ টেস্টে জয়ের বিকল্প নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এটাই রোহিত শর্মাদের শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দুটি ড্র হয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে অজিদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানে থাকা ভারত ১৮টি টেস্টে জয় ৯টিতে এবং ড্র ২টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে রোহিদদের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭, যা মেলবোর্ন টেস্টের আগে ছিল ৫৫.৮৮ এবং ব্রিসবেন টেস্টের আগে ৫৭.২৯। তালিকায় তৃতীয় স্থানে থাকলেও রোহিতদের পয়েন্ট শতাংশ ক্রমেই কমছে এবং প্রথম দুই দলের সঙ্গে ব্যবধান বৃদ্ধি পাচ্ছে।