বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:২১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১১:৩৭ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ একটি দিন পার করেছেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ উইকেট তুলেছেন তিনি। গতকাল দুর্বার রাজশাহীর হয়ে এ কীর্তি গড়েছেন তাসকিন। এ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডান হাতি পেসার। জানিয়েছেন লিটন দাসকে শূন্য রানে ফিরিয়ে বেশ আনন্দ পেয়েছেন।
ঢাকা ক্যাপিটালসকে ধসিয়ে দেওয়ার নায়ক সংবাদ সম্মেলনে এসে বলেছেন এভাবে, ‘উইকেট পাওয়ার ক্ষেত্রে একটু ভাগ্যের সহায়তা পাওয়া লাগে। আমি খুশি, বোলিংয়ে যেটা করতে চাচ্ছি, সেটা বাস্তবায়ন করতে পারছি। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।’
এর পরই তাসকিন ম্যাচ শুরুর আগের গল্পটা শেয়ার করলেন, ‘আজ একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসয়োর আনোয়ার বলছিল, “ভাইয়া তুমি আজকে ৪ উইকেট পাবা।” তখন আমি বলেছি, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চাইবি। ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুল্লিলাহ সো ফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি এবং জিতেছি। ভালো লাগতেছে।’
বেশি উইকেটের চিন্তা না করে নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন তাসকিন, ‘না আসলে লোভে যাইনি। বেশি লোভে গেলে দেখা গেল হাফভলি হতে পারত। সিচুয়েশন অনুযায়ী কী করা দরকার সেটা করতে পেরেছি। ভালো লাগছে যখনই ক্যাপ্টেন আমাকে বিশ্বাস করে নিয়ে এসেছে, ব্রেক থ্রু এনে দিতে পেরেছি আলহামদুল্লিলাহ।’