× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

লিটনের শূন্যের রেকর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ০০:৪১ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১০:৪১ এএম

লিটন দাস

লিটন দাস

ব্যাটিংয়ে বাজে ফর্মটা যেন কিছুতেই কাটছে না লিটন দাসের। জাতীয় দল থেকে এক দফায় ছিটকে গিয়েছিলেন। পরে জাতীয় দলে ফিরলেও নিজের ছায়া হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ছিলেন নিষ্প্রভ। বিপিএলে প্রথম ম্যাচে রানের খাতা খুলতে পারলেও পরের ম্যাচেই ফিরেছেন শূন্য হাতে। আর এতে বিপিএলে নতুন এক লজ্জার রেকর্ডও গড়েছেন তিনি।

বিপিএলে ১১ আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক মারার নতুন মাইলফলক গড়েছেন লিটন। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপ অর্ডারে ১০ নম্বরে ডাক মেরেছেন তিনি।

এ লজ্জার রেকর্ডে তিনি পাশে পাচ্ছেন এনামুল হক বিজয়কে। ১ থেকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে ১০টি ডাক মেরেছেন বিজয় নিজেও।

ব্যাটিং পজিশনের হিসাব বাদ দিলে বিপিএলে সবচেয়ে বেশি ডাকের মালিক বিজয়। ১২১ ম্যাচ খেলে ১৩ ডাক মেরেছেন এ ব্যাটার। ১১বার শূন্য নিয়ে ফিরেছেন সৌম্য সরকার ও বিপিএলের অন্যতম সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। তাদের পরই রয়েছেন লিটন দাস। ১০টি ডাক মেরেছেন ইমরুল কায়েসও।

লিটনের খারাপ সময়টা যেন কিছুতেই কাটছে না। ছয় ম্যাচের ব্যবধানে তিনবার শূন্য রানে সাজঘরে ফিরলেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক মেরেছেন লিটন। আর বৃহস্পতিবার ফিরেছেন ৫ বলে শূন্য রান করে। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে উইকেট সঁপে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা